আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ জুন ২০১৭, রবিবার |

kidarkar

মে মাসে যেসব ব্যাংকে প্রাতিষ্ঠানিক এবং বিদেশী বিনিয়োগ বেড়েছে

DSE_ডিএসইশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ ব্যাংকের শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, কমেছে ১২ ব্যাংকে। অপরদিকে ১০ ব্যাংকে বিদেশী বিনিয়োগ বেড়েছে, কমেছে ৭ ব্যাংকে। চলতি বছরের মে মাসে ব্যাংকগুলোর শেয়ারে বিনিয়োগের তথ্য পর্যালোচনায় এমন তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে বেশি বেড়েছে ইসলামী ব্যাংকে। এপ্রিল মাসে ব্যাংকটির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৫.১৯ শতাংশ। মে মাসে বিনিয়োগ ৩.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৯৩ শতাংশে। অপরদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সবচেয়ে বেশি কমেছে সোশ্যাল ইসলামী ব্যাংকে। এপ্রিল মাসে ব্যাংকটির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩২.৩৫ শতাংশ। মে মাসে বিনিয়োগ ৩.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮.৮৯ শতাংশে।

মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে এমন ব্যাংকগুলো হলো- আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ০.৬১ শতাংশ বেড়ে ১৬.৭৭ শতাংশ; ব্র্যাক ব্যাংকে ০.১৯ শতাংশ বেড়ে ৭.৭০ শতাংশ; ঢাকা ব্যাংকে ০.১৪ শতাংশ বেড়ে ২৩.৯৩ শতাংশ; ডাচবাংলা ব্যাংকে ০.০১ শতাংশ বেড়ে ৬.৩৬ শতাংশ; ইস্টার্ন ব্যাংকে ০.৩১ শতাংশ বেড়ে ৪৩.৯৯ শতাংশ; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১.০১ শতাংশ বেড়ে ১৫.৫৮ শতাংশ; আইসিবি ইসলামিক ব্যাংকে ০.২৬ শতাংশ বেড়ে ১৫.৮৫ শতাংশ; যমুনা ব্যাংকে ০.৫৫ শতাংশ বেড়ে ১০.৬৯ শতাংশ; মার্কেন্টাইল ব্যাংকে ০.০৫ শতাংশ বেড়ে ৭.০৯ শতাংশ; মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে ০.১৬ শতাংশ বেড়ে ২০.০২ শতাংশ; এনসিসি ব্যাংকে ১.০৪ শতাংশ বেড়ে ১৭.৪০ শতাংশ; প্রিমিয়ার ব্যাংকে ০.৪৬ শতাংশ বেড়ে ১৭.২৬ শতাংশ; পূবালী ব্যাংকে ০.৩৩ শতাংশ বেড়ে ২৪.৮০ শতাংশ; শাহজালাল ইসলামী ব্যাংকে ০.৩৬ শতাংশ বেড়ে ৩৩.৬৭ শতাংশ; সাউথইস্ট ব্যাংকে ০.০৮ শতাংশ বেড়ে ২৯.৪১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হয়েছে।

অপরদিকে মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে এমন ব্যাংকগুলো হলো- এবি ব্যাংকে ০.২৬ শতাংশ কমে ২৮.১৬ শতাংশ; ব্যাংক এশিয়ায় ০.০৯ শতাংশ কমে ৩৫.৬৩ শতাংশ; সিটি ব্যাংকে ০.০৬ শতাংশ কমে ১৭.২০ শতাংশ; এক্সিম ব্যাংকে ০.৭৮ শতাংশ কমে ১৬.৮৬ শতাংশ; আইএফআইসি ব্যাংকে ০.০২ শতাংশ কমে ২২.৭০ শতাংশ; ন্যাশনাল ব্যাংকে ১.৩৬ শতাংশ কমে ১৯.১১ শতাংশ; ওয়ান ব্যাংকে ০.৫৫ শতাংশ কমে ১৭.৬৬ শতাংশ; প্রাইম ব্যাংকে ১.৬৫ শতাংশ কমে ২৫.৩০ শতাংশ; স্ট্যান্ডার্ড ব্যাংকে ০.২৫ শতাংশ কমে ১.৯০ শতাংশ; ট্রাস্ট ব্যাংকে ০.১০ শতাংশ কমে ১৮.২৩ শতাংশ এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে ০.১১ শতাংশ কমে ১২.৬১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হয়েছে।

এছাড়া রূপালী ব্যাংক এবং উত্তরা ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তীত রয়েছে। ব্যাংকগুলোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যথাক্রমে ২.৯৪ শতাংশ এবং ২৫.৫৫ শতাংশ।

এদিকে বিদেশী বিনিয়োগ সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম ব্যাংকে। এপ্রিল মাসে ব্যাংকটির শেয়ারে বিদেশীদের বিনিয়োগ ছিল ০.৫৮ শতাংশ। মে মাসে বিনিয়োগ ১.৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২.১২ শতাংশে। অপরদিকে বিদেশী বিনিয়োগ সবচেয়ে বেশি কমেছে ইসলামী ব্যাংকে। এপ্রিল মাসে ব্যাংকটির শেয়ারে বিদেশীদের বিনিয়োগ ছিল ৪২.১৭ শতাংশ। মে মাসে বিনিয়োগ ৯.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২.২৩ শতাংশে।

মে মাসে বিদেশী বিনিয়োগ বেড়েছে এমন ব্যাংকগুলো হলো- এবি ব্যাংকে ০.০৫ শতাংশ বেড়ে ২.৩৫ শতাংশ; আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ০.২৬ শতাংশ বেড়ে ৩.০৪ শতাংশ; ব্র্যাক ব্যাংকে ০.৩৩ শতাংশ বেড়ে ৪১.৮৭ শতাংশ; সিটি ব্যাংকে ০.১০ শতাংশ বেড়ে ৮.২৯ শতাংশ; এক্সিম ব্যাংকে ০.১৭ শতাংশ বেড়ে ৩.৮৯ শতাংশ; আইএফআইসি ব্যাংকে ০.৫৯ শতাংশ বেড়ে ২.৩৪ শতাংশ; মার্কেন্টাইল ব্যাংকে ০.০৪ শতাংশ বেড়ে ২.০৪ শতাংশ; ন্যাশনাল ব্যাংকে ০.১৭ শতাংশ বেড়ে ৩.৫২ শতাংশ এবং ওয়ান ব্যাংকে ০.২৩ শতাংশ বেড়ে ৬.৭৯ শতাংশ বিদেশী বিনিয়োগ হয়েছে।

অপরদিকে মে মাসে বিদেশী বিনিয়োগ কমেছে এমন ব্যাংকগুলো হলো- ডাচবাংলা ব্যাংকে ০.১৮ শতাংশ কমে ০.৩০ শতাংশ; ইস্টার্ন ব্যাংকে ০.০১ শতাংশ কমে ০.৫২ শতাংশ; এনসিসি ব্যাংকে ০.০৪ শতাংশ কমে ০.৮৮ শতাংশ; সাউথইস্ট ব্যাংকে ০.৩৪ শতাংশ কমে ৬.২৬ শতাংশ; ট্রাস্ট ব্যাংকে ০.১০ শতাংশ কমে ১.৮৩ শতাংশ এবং উত্তরা ব্যাংকে ০.০৫ শতাংশ কমে ১.৮৬ শতাংশ বিদেশী বিনিয়োগ হয়েছে।

এছাড়া ৭ ব্যাংকে বিদেশী বিনিয়োগ অপরিবর্তীত রয়েছে। এদের মধ্যে ব্যাংক এশিয়ায় ০.৩২ শতাংশ; ঢাকা ব্যাংকে ০.১৫ শতাংশ; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৪.৯৫ শতাংশ; মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে ২.৬৮ শতাংশ; পূবালী ব্যাংকে ১.০৬ শতাংশ; এসআইবিএলে ১.৪৩ শতাংশ এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে বিদেশী বিনিয়োগ রয়েছে ০.০১ শতাংশ।

তবে ৬ ব্যাংকে কোন বিদেশী বিনিয়োগ নেই। ব্যাংকগুলো হলো: আইসিবি ইসলামিক ব্যাংক, রূপালী ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.