আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ জুন ২০১৭, বুধবার |

kidarkar

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা দশে বাংলাদেশের চার খেলোয়ার

icc_logoশেয়ারবাজার ডেস্ক: ব্যাটিং, বোলিং এবং অল রাউন্ডারের শীর্ষ দশ খেলোয়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আর এই তিন ফরম্যাটে শীর্ষ দশে রয়েছেন বাংলাদেশের চার খেলোয়ার। সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান এবং মাহমুদ উল্লাহ রিয়াদ উঠে এসেছেন আইসিসি’র শীর্ষ র‌্যাংকিংয়ে। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দশ নম্বর স্থানে রয়েছেন সাব্বির রহমান, বোলিং র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান এবং নয় নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। এছাড়া অল রাউন্ডারের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছেন সাকিব আল হাসান এবং ছয় নম্বরে মাহমুদ উল্লাহ রিয়াদ।

একনজরে ব্যাটিং র‍্যাঙ্কিং (নাম-দেশ-রেটিং ক্রমানুসারে)

১. বিরাট কোহলি – ভারত – ৭৯৯
২. অ্যারন ফিঞ্চ – অস্ট্রেলিয়া – ৭৮৭
৩. কেন উইলিয়ামসন – নিউজিল্যান্ড – ৭৪৫
৪. গ্লেন ম্যাক্সওয়েল – অস্ট্রেলিয়া – ৭১৮
৫. জো রুট – ইংল্যান্ড – ৬৯৯
৬. অ্যালেক্স হেলস – ইংল্যান্ড – ৬৭৪
৭. ফাফ ডু প্লেসিস – দক্ষিণ আফ্রিকা – ৬৬৪
৮. মোহাম্মদ শাহজাদ – আফগানিস্তান – ৬৬৪
৯. হ্যামিল্টন মাসাকাদজা – জিম্বাবুয়ে – ৬৫৭
১০. সাব্বির রহমান – বাংলাদেশ – ৬২৭

একনজরে বোলিং র‍্যাঙ্কিং (নাম-দেশ-রেটিং ক্রমানুসারে)

১. ইমাদ ওয়াসিম – পাকিস্তান – ৭৮০
২. জাসপ্রিত বুমরাহ – ভারত – ৭৬৪
৩. ইমরান তাহির – দক্ষিণ আফ্রিকা – ৭৪৪
৪. রাশিদ খান – আফগানিস্তান –  ৭১৭
৫. স্যামুয়েল বদ্রি – ওয়েস্ট ইন্ডিজ – ৭১৭
৬. মোস্তাফিজুর রহমান – বাংলাদেশ – ৬৯৫
৭. জেমস ফকনার – অস্ট্রেলিয়া – ৬৮৮
৮. সুনিল নারাইন – ওয়েস্ট ইন্ডিজ – ৬৫২
৯. সাকিব আল হাসান – বাংলাদেশ – ৬৪৮
১০. রবিচন্দ্রন অশ্বিন – ভারত – ৬৪৪

একনজরে অলরাউন্ডার র‍্যাঙ্কিং (নাম-দেশ-রেটিং ক্রমানুসারে)

১. সাকিব আল হাসান – বাংলাদেশ – ৩৫৪
২. গ্লেন ম্যাক্সওয়েল – অস্ট্রেলিয়া – ৩৪৪
৩. মোহাম্মদ নাবী – আফগানিস্তান – ২৭৫
৪. ম্যারলন স্যামুয়েলস – ওয়েস্ট ইন্ডিজ – ২৭১
৫. যুবরাজ সিং – ভারত – ২১০
৬. মাহমুদউল্লাহ রিয়াদ – বাংলাদেশ – ২০৩
৭. পিটার বোরেন – নেদারল্যান্ড – ২০২
৮. কোরে অ্যান্ডারসন – নিউজিল্যান্ড – ২০১
৯. সুরেশ রায়না – ভারত – ২০০
১০. ডোয়েন ব্রাভো – ওয়েস্ট ইন্ডিজ – ১৯৯

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.