আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ জুন ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

তিন কোম্পানি হল্টেড

halted_sharebazar_newsশেয়ারবাজার ডেস্ক: বেলা পৌনে ১২ টা পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেনে বিক্রেতার সংকট দেখা গেছে। যার ফলে এক পর্যায়ে কোম্পানির শেয়ার হল্টেড হয়ে যায়। এগুলো হলো: সাভার রিফ্যাক্টরীজ, বাংলাদেশ সার্ভিসেস এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিডি সার্ভিসেস ২০ হাজার শেয়ার প্রতিটি ৫.৫০ টাকায় কেনার জন্য ক্রেতা থাকলেও কোনো বিক্রেতা নেই। এখনো পর্যন্ত এ কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি। সাভার রিফ্যাক্টরীজেরও একই অবস্থা। সর্বশেষ ক্রয় অর্ডার ৫০টি প্রতিটি ৬৩ টাকায় থাকলেও কোনো বিক্রেতার এর শেয়ার ঐ দরে বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছে না। যে কারণে এর শেয়ার দর বেড়ে চলেছে। খুলনা প্রিন্টিংয়ের প্রায় ৫ হাজার শেয়ার প্রতিটি ১২.৮০ টাকায় কেনার জন্য ক্রেতা রয়েছে। কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ১ টাকা বা ৮.৪৭ শতাংশ দর বৃদ্ধি পেয়ে ১২.৮০ টাকায় লেনদেন হয়েছে।

শেয়ারবাজারনিউজ/ম.সা

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.