আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ জুলাই ২০১৭, সোমবার |

kidarkar

ব্যাংক ও আর্থিক খাতের শতভাগ কোম্পানির দর বৃদ্ধি

dseশেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক ও আর্থিক খাতের সকল কোম্পানির শেয়ার দরে চাঙ্গা ভাব লক্ষ করা গেছে। আজ সোমবার এ দুই খাতের ৫ কোম্পানি বাদে সকল কোম্পানির শেয়ার দর সবুজ সংকেত বা গ্রীণ সিগন্যাল দেখাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংক খাতের ৩০ কোম্পানির মধ্যে ২৮ কোম্পানির শেয়ার দর বেড়েছে, দর কমেছে ১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১ কোম্পানির। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক ব্যাংকের। আজ ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৫.৪০ টাকা। সারাদিনে ব্যাংকটির ৩১ লাখ ৪৬ হাজার ৫১৬টি শেয়ার ১ হাজার ৪৭৫ বার লেনদেন হয়। যার বাজার দর ২৬ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা।

এরপরেই আছে রূপালী ব্যাংক। এ ব্যাংকের শেয়ার দর আজ ৩ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া এবি ব্যাংকের ০.৪০ টাকা, আল-আরাফাহ ব্যাংকের ০.৮০ টাকা, ব্যাংক এশিয়ার ০.৮০ টাকা, সিটি ব্যাংকের ০.৯০ টাকা, ঢাকা ব্যাংকের ০.৮০ টাকা, ডাচ-বাংলা ব্যাংকের ১.৫০ টাকা, ইস্টার্ণ  ব্যাংকের ০.৪০ টাকা, এক্সিম ব্যাংকের ০.২০ টাকা, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের ০.৩০ টাকা, আইসিবি ইসলামী ব্যাংকের ০.১০ টাকা, আইএফআইসির ০.৭০ টাকা, ইসলামী ব্যাংকের ১ টাকা, যমুনা ব্যাংকের ০.১০ টাকা, মার্কেন্টাইল ব্যাংকের ০.৫০ টাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ০.৯০ টাকা,  এনসিসি ব্যাংকের ০.৪০ টাকা, ওয়ান ব্যাংকের ০.৫০ টাকা, প্রিমিয়াম ব্যাংকের ০.৩০ টাকা, প্রাইম ব্যাংকের ১ টাকা, পূবালী ব্যাংকের ০.৫০ টাকা, শাহজালাল ইসলামী ব্যাংকের ০.২০ টাকা, সোস্যাল ইসলামী ব্যাংকের ০.৩০ টাকা, সাউথইস্ট ব্যাংকের ০.২০ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ০.১০ টাকা, ট্রাস্ট ব্যাংকের ০.১০ টাকা এবং ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংকের ০.১০ টাকা। আর দর কমেছে উত্তরা ব্যাংকের ০.১০ টাকা এবং দর অপরিবর্তীত রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের।

এদিকে, আর্থিক খাতের ২৩ কোম্পানির মধ্যে ২০ কোম্পানির শেয়ার দর বেড়েছে, দর কমেছে ১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২ কোম্পানির। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আজ আইসিবির শেয়ার দর বেড়েছে ১০.৫০ টাকা। সারাদিনে কোম্পানির ১০ লাখ ৬৩ হাজার ৭৩৮টি শেয়ার ৩ হাজার ২৬৫ বার লেনদেন হয়। যার বাজার দর ২০ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা।

এরপরেই আছে উত্তরা ফাইন্যান্স লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর আজ ১.২০ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সের ১ টাকা, বেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ০.৫০ টাকা, বিডি ফাইন্যান্সের ০.৪০ টাকা, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ০.৪০ টাকা, ফারইস্ট ফাইন্যান্সের ০.৩০ টাকা,  ফাস ফাইন্যান্সের ০.৪০ টাকা, ফার্স্ট ফাইন্যান্সের ০.৩০ টাকা, আইডিএলসি ফাইন্যান্সের ০.২০ টাকা, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ০.৮০ টাকা, আইপিডির ফাইন্যান্সের ০.৬০ টাকা, ইসলামীক ফাইন্যান্সের ০.৫০ টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ০.৪০ টাকা, ফিনিক্স ফাইন্যান্সের ০.৪০ টাকা, পিপিলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ০.৩০ টাকা, প্রিমিয়াম লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ০.৪০ টাকা, প্রাইম ফাইন্যান্সের ০.৫০ টাকা, ইউনিয়ন ক্যাপিটালের ০.১০ টাকা এবং ইউনাইটেড ফাইন্যান্সের ০.২০ টাকা শেয়ার দর বেড়েছে। আর দর কমেছে মাইডান্স ফাইন্যান্সের ০.১০ টাকা এবং দর অপরিবর্তীত রয়েছে জিএসপি ফাইন্যান্স ও বিআইএফসি লিমিটেডের।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.