আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ জুলাই ২০১৭, শনিবার |

kidarkar

সাপ্তাহিক লুজারে জেড ক্যাটাগরির ৬ কোম্পানি

TOP-10- Loser -sharebazarnews, লুজারের শীর্ষেশেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজারে তালিকার মধ্যে ৬টি রয়েছে জেড ক্যাটাগিরির কোম্পানি। এগুলো হলো- শাইনপুকুর সিরামিক, বিচ হ্যাচারী, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, মডার্ণ ডাইং অ্যান্ড স্কিন প্রিন্টিং এবং লিগ্যাসি ফুডওয়্যার লিমিটেড। এর মধ্য শীর্ষে রয়েছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানির শেয়ার দর ১০.০৬ শতাংশ কমে লুজারের শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহে শাইনপুকুর সিরামিকের মোট ৩ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ৬১ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারীর শেয়ার দর কমেছে ৮.৮৭ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানির মোট ৯ কোটি ৮৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের চতুর্থ স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৭.৩১ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানির মোট ১৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ৩ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের পঞ্চম স্থানে থাকা ইমাম বাটনের শেয়ার দর কমেছে ৪.৭৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানির মোট ১৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের ৭ম স্থানে থাকা মডার্ণ ডাইং ও স্ক্রিণ প্রিন্টিংয়ের শেয়ার দর কমেছে ৩.৯৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানির মোট ১৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের ৮ম স্থানে থাকা লিগ্যাসি ফুডওয়্যারে শেয়ার দর কমেছে ৩.৮০ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানির মোট ৭৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ১৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে সাপ্তাহিক লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বিডিকম অনলাইনের ৮.৯৭ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪.৫২ শতাংশ, বিএফআইসির ৩.৬৪ শতাংশ এবং প্রিমিয়াম লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৩.১২ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.