আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ জুলাই ২০১৭, শনিবার |

kidarkar

বঙ্গোপসাগরে ৩ দেশের নৌ-মহড়া, উদ্বিগ্ন চীন

Chinaশেয়ারবাজার ডেস্ক: বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের যৌথ নৌ-মহড়া শুরু হচ্ছে রোববার। এতে বড় ভূমিকা রাখছে ভারত। তিন দেশের যৌথ মহড়ার মধ্যে এটিই সবচেয়ে দ্রুতগতির নৌ-মহড়া। এই মহড়া নিয়ে উদ্বেগ জানিয়ে চীন বলেছে, তারা আশা করছে এই মহড়ার লক্ষ্য ‘তৃতীয় কোনো দেশ’ নয়।

ভারতের সঙ্গে জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া চীনের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগরের মহড়ায় যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিভিন্ন যুদ্ধজাহাজ অংশগ্রহণ করবে। সম্ভাব্য অংশগ্রহণকারী যুদ্ধজাহাজগুলো শনিবার বঙ্গোপসাগরে নির্ধারিত স্থানে পৌঁছানোর কথা রয়েছে।

তবে চীন সরকারের একজন মুখপাত্র বলেন, চীন আশা করছে এ ধরনের সম্পর্ক এবং সহযোগিতা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে যাবে না। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এটি সহায়ক হবে।

২০১৪ সাল থেকে প্রতিবছর জাপান এই মহড়ায় যুক্ত হয়। ভারত সাগর ও বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কাছে এই মহড়া চলে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.