আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ জুলাই ২০১৭, রবিবার |

kidarkar

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার অনুরোধ জাতিসংঘের

Rohingyaশেয়ারবাজার ডেস্ক: রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারের নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। মিয়ানমার সরকারকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি এ আহ্বান জানান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে রয়টার্স।

শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম সফরে ফিলিপো গ্রান্ডি এ আহ্বান জানান। তিনি গত সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে এবং মংডু শহরে বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে দেখা করেন।

এ সফরে গ্রান্ডি মিয়ানমারের কার্যত নেতা অং সান সু চির সঙ্গেও বৈঠক করেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গ্রান্ডি বলেন, মুসলিম সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করা উচিত। এ ছাড়া দীর্ঘদিন ধরেই তারা নাগরিকত্ব বঞ্চিত রয়েছেন বলে জানান তিনি।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.