আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ জুলাই ২০১৭, সোমবার |

kidarkar

বিয়ের ২৫ বছর পাড়ি দিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

asifশেয়ারবাজার ডেস্ক: বিয়ের ২৫টি বছর পাড়ি দিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আসিফ তার বিয়ে বার্ষিকী সম্পর্কে বলেছেন, রাত জেগে দিন দেখা ভালো। পাগলা বড় ভাই বয়ান করেছেন- মৃত্যুর পর কোটি বছর ঘুমাই থাকবি, বিচারও শুরু হবে সুতরাং জেগে থাক। পঁচিশ বছর ধরে কালো তালিকাভুক্ত একজন হাজবেন্ড আমি। সফল না হলে রুদ্র’র শিষ্য টমিও পাত্তা দিতো না, টমি একটা রাস্তার কুকুর, আবেগী। গাড়ীর নাম্বার চেনে, গন্ধ শুঁকে বন্ধুর বাপ আসিফ আকবরকে পাহারায় রাখে ঘরে ঢোকার আগ পর্যন্ত, ঢাকা শহরে এক ধরনের দূর্লভ প্রাপ্তি।

সামনে বসা কোন এক বন্ধু বউয়ের ফোন পেয়েছেন। আমি জোর ভলিউমে গান শুনি,কানে শব্দ চলে এসেছে, ভাবীর সাথে কথোপকথন- হ্যালো, তুমি কি বোঝনা আমি একজন ক্রাইম রিপোর্টার !! আমাকে তুমি তেল ডালসহ বাজারের কথা বলেই যাচ্ছো !! আরেকজন স্বাধীনতার একটু অভাবে বউয়ের প্রতি অগাধ ভালবাসায় নিমগ্ন, হিংসা হয়। হঠাৎ করেই একজন বিবাগী- বিয়ের পর বউকে সবচেয়ে বেশী ভালবাসে,সব রুটিন চেঞ্জ, আলহামদুলিল্লাহ্ । আরেক উদাসমন বউ বাচ্চাকে ভালবাসে ভায়া আসিফ, তাতেই খুশী, দুটো বাচ্চাতো পেলাম, এমনিতেই সামর্থ্য অনুযায়ী সংসার ছোট। কেউ আবার রাত বিরাতে বউ নিয়ে মগবাজার থেকে মিরপুরে রিক্সা ভ্রমন অব্যাহত রেখেছেন। কোন এক গীতিকবি বউয়ের টানে কাব্য ভুলে হয়তো অহেতুক সংসারে মনযোগী।

‘সব হারিয়ে বউ পেয়েছি’ ফর্মূলায় একটা দারুন ম্যানেজমেন্ট অটো কাজ করে, সংসার হয়ে যায়। আমিও ব্যতিক্রম না, আমারও বউ আছে, আছে দুজন টগবগে শাহজাদা। প্রেম চলাকালীন ভালবাসা আর ভালবেসে বিয়ে করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বিয়ের পর ভালবাসার মৃত্যু ঘটে, স্বামী স্ত্রীর ব্যক্তিত্বের টানাপোড়েন সামনে চলে আসেই। সন্তানদের কারনেই ভালো লাগা কিংবা না লাগার আপেক্ষিক বিশ্লেষনে আল্লাহ্‌র রহমতে আমরা টিকে আছি এখনো। আমরা সুখী, ফ্যানরা তাই বিশ্বাস করে। বিশ্বাস ভেঙ্গে লাভ কি, আমি বাসায় ফিরি, ফিরে আসবোই। তার কাছে বারবার,যার সাথে আছি। আমি তার নারী অধিকারে বিশ্বাস করিনা, বউ হিসেবে সম্মানের জায়গায় রেখেছি সামর্থ্য অনুযায়ী। যতই বিপদ আসুক, সন্তানরা আমাদের মূল শক্তি আর সম্পদ। ভুল যদি হয়, সেটা অবশ্যই সঠিক ভুলই হবে।

মিতু– লম্বা ইনিংস খেলে চলা। তোমার আমার পঁচিশতম বিয়ে বার্ষিকী আজ। দিন দিন আমি নিঃসঙ্গ হয়ে পড়ছি, চারিদিকে এতো কোলাহল, তবুও শুধু আগুন আর অন্ধকার আমাকে বারবার হাতছানি দিয়েই যাচ্ছে। বিগত জীবনের মত সব সিদ্ধান্ত আমৃত্যু তোমার। ভাল থাকো, পাশে থেকো…………

 

 

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.