আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ জুলাই ২০১৭, সোমবার |

kidarkar

বাঘের সেলফি!

tigerশেয়ারবাজার ডেস্ক: বাঘ আবার সেলফি তুলতে পারে। সেটা আবার কেমনে। ঠিক এমনটাই ঘটেছে বাঘ তুলছে সেলফি। রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলের বিরল প্রজাতির সাইবেরিয়ান টাইগারের দল দিব্বি সেলফি তুলেছে৷ তেমনই কিছু ছবি প্রকাশ করেছে ল্যান্ড অব দ্য লেপার্ড ন্যাশনাল পার্ক।সাইবেরিয়ান টাইগার৷ এরা বিরল প্রজাতির বাঘ৷ চোরা শিকারীদের হাতে প্রায় বিপন্ন তারা৷

এই অভয়ারণ্যে ২২টি বয়স্ক সাইবেরিয়ান বাঘ ও এবং ৭টি বাঘের ছানা আছে৷ ছবিতে বাঘেদের একসঙ্গে খেলতে দেখা যায়৷ এমনকি ক্যামেরার দিকে তাকিয়ে ‘পোজ’ দিয়েছে তারা৷ এখানেই চমক৷ সাইবেরিয়ান বাঘদের সেলফিতে মজে গিয়েছে দুনিয়া৷

ল্যান্ড অব দ্য লেপার্ড পার্ক কর্তৃপক্ষ জানাচ্ছে, গ্রাউন্ড লেভেলের অটোম্যাটিক ক্যামেরা ব্যবহারের মাধ্যমে তারা বাঘদের কর্মকাণ্ডের ছবি তুলেছে। প্রথমবারের মতো পশুদের পারিবারিক জীবনযাপন এমন বিস্তৃতভাবে ছবিতে রেকর্ড করা হয়েছে বলে দাবি করছেন কর্মকর্তারা।

দ্য সাইবেরিয়ান টাইমস নামে স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বনকর্মীরা এই ক্যামেরা বসিয়েছিলেন৷ সেই ক্যামেরায় ধরা পড়েছে, বাঘের ছানারা জঙ্গলে খেলা করছে, ডিগবাজি খাচ্ছে৷ একসময় তাদের মা এসে বকুনি দিয়ে শান্ত করে৷

সাইবেরিয়ান টাইগার ৷ এটি আমুর টাইগার নামেও পরিচিত৷ রাশিয়ায় পাওয়া যায়। রাশিয়ায় এই বিরল প্রজাতির বাঘ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ৷ তবে হানা দিচ্ছে চোরা শিকারীর দল৷ তাদের হাতেই মরছে সাইবেরিয়ান টাইগার৷ বর্তমানে সাইবেরিয়ান বাঘের সংখ্যা প্রায় ৬০০টি৷

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.