আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ জুলাই ২০১৭, সোমবার |

kidarkar

সংসদে শীর্ষ ঋণখেলাপির তালিকায় পুঁজিবাজারের ৫ কোম্পানি

parliamentশেয়ারবাজার রিপোর্ট: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, চলতি বছরের এপ্রিলে তফসিলি ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১১ হাজার ৩৪৭ কোটি টাকা। তিনি সংসদে শীর্ষ ১০০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেন। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি রয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর পক্ষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংসদে প্রশ্নের জবাব দেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

খেলাপির তালিকায় পুঁজিবাজারের কোম্পানিগুলো হলো: মূল মার্কেটের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লি এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লি। ওটিসি’র মুন্নু ফেব্রিকস লি, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লি এবং আলফা টোব্যাকো ম্যানুফ্যাকচারিং কোং লি।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.