আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ জুলাই ২০১৭, মঙ্গলবার |

kidarkar

লেনদেন বেড়েছে ১৯৪ শতাংশ: কোন ব্যাংকে কত টাকার শেয়ার লেনদেন হলো দেখে নিন

bankশেয়ারবাজার রিপোর্ট: দেশের শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নির্ভর করে থাকে সাধারণত ব্যাংক খাতের ওপর। তাছাড়া এ খাতে প্রতি সবচেয়ে বেশি আগ্রহ থাকে বিনিয়োগকারীদের। গত অর্থবছরে অর্থাৎ ২০১৬-১৭ অর্থবছরেও ব্যাংক খাতের ওপর সবচেয়ে বেশি আগ্রহ ছিল বিনিয়োগকারীদের। গত অর্থবছরে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতেই লেনদেন বেড়েছে ১৯৩.৫৬ শতাংশ।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, সমাপ্ত অর্থবছরে ব্যাংকিং খাতে ১ হাজার ২১১ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৮৯৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২৪ হাজার ৭৪৬ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৩৯৭ টাকা। যা আগের অর্থবছরে লেনদেন হয়েছিলো ৪৭৩ কোটি ২৫ লাখ ৫৭২টি শেয়ার। যার বাজার দর ছিলো ৮ হাজার ৪২৭ কোটি ১০ লাখ ৬২ হাজার ৭০৩ টাকা।  সে হিসেবে ব্যাংকে খাতের লেনদেন বেড়েছে ১৬ হাজার ৩১৯ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৬৯৪ টাকা বা ১৯৩.৫৬ শতাংশ।

গত অর্থবছরে ব্যাংক খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। সমাপ্ত বছরে ইসলামী ব্যাংকের মোট ৬৯ কোটি ৭৩ লাখ ৫১ হাজার ৮৫৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২ হাজার ৫৬৫ কোটি ০৯ লাখ ৮৪ হাজার ৫১০ টাকা। এরপরেই রয়েছে সিটি ব্যাংক। সমাপ্ত বছরে ব্যাংকটির মোট ৭৪ কোটি ১০ লাখ ৬৬ হাজার ২১০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২ হাজার ৪৫৩ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৭২৯ টাকা।

এছাড়া এবি ব্যাংকের ৬১ কোটি ৪ লাখ ৮৩ হাজার ৩৯৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ৩৭৭ কোটি ৫৩ লাখ ২ হাজার ৫৮১ টাকা। আইএফআইসি ব্যাংকের ৪৬ কোটি ৮৩ লাখ ২৮ হাজার ১৮৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ১০৪ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার ৯৬১ টাকা। ন্যাশনাল ব্যাংকের ১৫২ কোটি ৫০ লাখ ৬৩ হাজার ৬৪৬টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ৮৭৫ কোটি ২ লাখ ৪১ হাজার ১৮২ টাকা। পূবালী ব্যাংকের ৬ কোটি ১০ লাখ ১৯ হাজার ৮৫৬টি শেয়ার লেনদেন হয়।যার বাজার দর ১৪৫ কোটি ৬৩ লাখ ৪১ হাজার ১০৫ টাকা। রূপালী ব্যাংকের ২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৫৯৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৭১ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ১১৪ টাকা।ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংকের ৪১ কোটি ৯০ লাখ ২৬ হাজার ১৬৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৮৭২ কোটি ৯৩ লাখ ৩৮ হাজার ৫২৫ টাকা।

উত্তরা ব্যাংকের ১১ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ১১০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২৮৯ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ৩৩৯ টাকা। আইসিবি ইসলামী ব্যাংকের ১০ কোটি ৮৬ লাখ ৯৮ হাজার ৫২০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৫৪ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ৭৯০ টাকা। ইষ্টার্ন ব্যাংকের ৭ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার ৬৬২টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২৫৪ কোটি ৭১ লাখ ৬৬ হাজার ২৯৩ টাকা। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৯৬০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৯২৬ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৫৫৯ টাকা। প্রাইম ব্যাংকের ২৭ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৪১৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৫৭৮ কোটি ৫৫ লাখ ৫৫ হাজার ৬০৮ টাকা। সাউথইস্ট ব্যাংকের ৩০ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৬০৮ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ৬০৩ টাকা।

ঢাকা ব্যাংকের ১৬ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৩১১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৩২০ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার ৩০০ টাকা। এনসিসি ব্যাংকের ৪৫ কোটি ৩২ লাখ ২৭ হাজার ৯২১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৬১৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪০৯ টাকা। সোস্যাল ইসলামী ব্যাংকের ৫৬ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ১৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ১০১ কোটি ১ লাখ ৪ হাজার ২৮ টাকা। ডাচ-বাংলা ব্যাংকের ৬৬ লাখ ৬৮ হাজার ৯০৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৭২ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ২৪০ টাকা।  মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৮ কোটি ৭৬ লাখ ৭৬ হাজার ৮৮৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৪৪২ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৬৬ টাকা।

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৬ কোটি ১ লাখ ১২ হাজার ৩৯২টি শেয়ার লেনদেন হয়।  যার বাজার দর ৪৩৭ কোটি ৬৭ লাখ ২ হাজার ৫২২ টাকা।  ওয়ান ব্যাংকের ৬২ কোটি ৪০ লাখ ২৩ হাজার ২০৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ২৪৪ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮৩০ টাকা।  ব্যাংক এশিয়ার ১৪ কোটি ১৬ লাখ ৭ হাজার ৩৫৭৬টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২৫৯ কোটি ১০ লাখ ১৪ হাজার ২৮০ টাকা। মার্কেন্টাইল ব্যাংকের ৫৮ কোটি ৫১ লাখ ৭৮ হাজার ৮৮৮ শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৯৭০ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার ৩৭৭ টাকা। এক্সিম ব্যাংকের ৮১ কোটি ৮৩ লাখ ১৬ হাজার ৪৪২টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ৩৭ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১২২ টাকা।

যমুনা ব্যাংকের ১৩ কোটি ৭৯ লাখ ২১ হাজার ৩৩১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২৪০ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ২৬৭ টাকা। ব্রাক ব্যাংকের ২৯ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৬৭৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২ হাজার ৬১ কোটি ২ লাখ ৪৭ হাজার ৮৭৩ টাকা। শাহজালাল ইসলামী ব্যাংকের ২০ কোটি ৬১ লাখ ৬৮ হাজার ১২২টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৩১৬ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৩১২ টাকা। প্রিমিয়াম ব্যাংকের ৫৮ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৬২৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৬৬৪ কোটি ৬৬ লাখ ৪ হাজার ১৯০ টাকা। ট্রাস্ট ব্যাংকের ৩০ কোটি ৭১ লাখ ৫ হাজার ৯৩৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৭৬৪ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৭৭৯ টাকা। এবং ফার্স্ট সিকিউরিটজ ইসলামী ব্যাংকের ৭৪ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ২৫৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ১৫ কোটি ১২ লাখ ৭৯ হাজার ২০৪ টাকা।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.