আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ জুলাই ২০১৭, রবিবার |

kidarkar

ব্লু চিপসের তালিকায় স্থান পেলো ৩ কোম্পানি: ছিটকে পড়লো বাটা,ইউসিবি,মেঘনা পেট্রো.

dseশেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লু চিপস কোম্পানির তালিকায় অর্থাৎ ডিএসই-৩০ সূচকে নতুন করে জায়গা করে নিয়েছে তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো: পূবালী ব্যাকং, পদ্মা অয়েল এবং ইফাদ অটোস লিমিটেড।

এছাড়া এই ইনডেক্স থেকে ছিটকে পড়েছে বাটা সু, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ২৩ জুলাই থেকে পরবর্তীত এই ডিএসই-৩০ ইনডেক্সের কার্যকর শুরু হবে। যেসব কোম্পানি এই ইনডেক্স থেকে ছিটকে পড়েছে তারা ডিএসই-৩০’তে থাকার মতো প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে পারেনি। তাই উল্লেখিত তিন কোম্পানিকে এই সূচক থেকে নামিয়ে পূবালী ব্যাংক, পদ্মা অয়েল ও ইফাদ অটোস লিমিটেডকে যুক্ত করা হয়েছে। চলতি বছরের প্রথম ছয়মাসের (জানুয়ারি’১৭-জুন’১৭) হিসাব করে এই ডিএসই-৩০ ইনডেক্স প্রকাশ করা হয়েছে।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.