আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ জুলাই ২০১৭, সোমবার |

kidarkar

জন্ম তারিখ অনুযায়ী জেনে নিন: আপনার ভিতরে কোন পশুর স্বভাব লুকায়িত

lookশেয়ারবাজার ডেস্ক: প্রকৃতির সঙ্গে প্রতিটি জীবিত বস্তুরই সরাসরি যোগ রয়েছে। কেউ কারও থেকে বিচ্ছিন্ন নয়। এটা জেনে হয়তো অবাক হবেন যে আমাদের স্বভাবের সঙ্গে একাধিক পশুর স্বভাবের বেশ মিল পাওয়া যায়, যা হয়তো এর আগে তেমনভাবে কেউ খেয়াল করেননি। কার স্বভাব কোন পশুর সঙ্গে মিলবে, তা কিভাবে বোঝা যাবে। দেশের প্রাচীন সব পুঁথি ঘেঁটে জানা গেছে মাসের কোন দিন জন্ম হয়েছে তার উপর নির্ভর করে মানুষের চরিত্র।

আসুন এখন জেনে নেয়া যাক, আপনার জন্ম তারিখের সাথে কোন পশুর স্বভাবের সাথে মিল রয়েছেঃ

১। জানুয়ারি মাসঃ 
– ১ থেকে ৯ তারিখঃ কুকুর।
– ১০ থেকে ২৪ তারিখঃ ইঁদুর।
– ২৫ থেকে ৩১ তারিখঃ সিংহ।

২। ফেব্রুয়ারি মাসঃ 
– ১ থেকে ৫ তারিখঃ বিড়াল।
– ৬ থেকে ১৪ তারিখঃ ঘুঘু বা কবুতর।
– ১৫ থেকে ২১ তারিখঃ কচ্ছপ।
– ২২ থেকে ২৮ তারিখঃ চিতা বাঘ।

৩। মার্চ মাসঃ 
– ১ থেকে ১২ তারিখঃ বাঁদর।
– ১৩ থেকে ১৫ তারিখঃ সিংহ।
– ১৬ থেকে ২৩ তারিখঃ ইঁদুর।
– ২৪ থেকে ৩১ তারিখঃ বিড়াল।

৪। এপ্রিল মাসঃ 
– ১ থেকে ৩ তারিখঃ কুকুর।
– ৪ থেকে ১৪ তারিখঃ চিতা বাঘ।
– ১৫ থেকে ২৬ তারিখঃ ইঁদুর।
– ২৭ থেকে ৩০ তারিখঃ কচ্ছপ।

৫। মে মাসঃ 
– ১ থেকে ১৩ তারিখঃ বাঁদর।
– ১৪ থেকে ২১ তারিখঃ ঘুঘু বা কবুতর।
– ২২ থেকে ৩১ তারিখঃ সিংহ।

৬। জুন মাসঃ 
– ১ থেকে ৩ তারিখঃ ইঁদুর।
– ৪ থেকে ১৪ তারিখঃ কচ্ছপ।
– ১৫ থেকে ২০ তারিখঃ কুকুর।
– ২১ থেকে ২৪ তারিখঃ বাঁদর।
– ২৫ থেকে ৩০ তারিখঃ বিড়াল।

৭। জুলাই মাসঃ 
– ১ থেকে ৯ তারিখঃ ইঁদুর।
– ১০ থেকে ১৫ তারিখঃ কুকুর।
– ১৬ থেকে ২৬ তারিখঃ ঘুঘু বা কবুতর।
– ২৭ থেকে ৩১ তারিখঃ বিড়াল।

৮। আগস্ট মাসঃ 
– ১ থেকে ১৫ তারিখঃ বাঁদর।
– ১৬ থেকে ২৫ তারিখঃ ইঁদুর।
– ২৬ থেকে ৩১ তারিখঃ কচ্ছপ।

৯। সেপ্টেম্বরঃ 
– ১ থেকে ১৪ তারিখঃ ঘুঘু বা কবুতর।
– ১৫ থেকে ২৭ তারিখঃ বিড়াল।
– ২৮ থেকে ৩০ তারিখঃ কুকুর।

১০। অক্টোবর মাসঃ 
– ১ থেকে ১৫ তারিখঃ বাঁদর।
– ১৬ থেকে ২৭ তারিখঃ কচ্ছপ।
– ২৮ থেক ৩১ তারিখঃ চিতা বাঘ।

১১। নভেম্বর মাসঃ 
– ১ থেকে ১৬ তারিখঃ সিংহ।
– ১৭ থেকে ৩০ তারিখঃ বিড়াল।

১২। ডিসেম্বর মাসঃ 
– ১ থেকে ১৬ তারিখঃ কুকুর।
– ১৭ থেকে ২৫ তারিখঃ বাঁদর।
– ২৬ থেকে ৩১ তারিখঃ ঘুঘু বা কবুতর।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.