আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ জুলাই ২০১৭, রবিবার |

kidarkar

ডিভিডেন্ডে আর্থিক খাতের সেরা ব্যাংক

ramitance_bbশেযারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড প্রদানে আর্থিক খাতের মধ্যে সেরা ব্যাংক। কারণ এ ক্ষেত্রে ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান এবং বীমার থেকেও যোজন যোজন এগিয়ে রয়েছে ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা ড. মো: আখতারুজ্জামানের ‘ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে প্রয়োজনীয় তথ্য উপাত্তের ভিত্তিতে এমন তথ্য উঠে এসেছে। যদিও গবেষণাটি অক্টোবর, ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত তিন মাসের হিসাবে করা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতে ডিভিডেন্ড প্রদানের হার (ডিভিডেন্ড ইয়েল্ড) ৬.৮৯। ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানে ডিভিডেন্ড ইয়েল্ড ৩.৬৩ এবং বীমায় ৩.৩১।

এদিকে মূল্য আয় অনুপাতে (পিই রেশিও) হিসাবে ব্যাংকের শেয়ার সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ব্যাংকের পিই রেশিও ৮.১৪। ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানে পিই রেশিও ১৭.০৫ এবং বীমায় ১৩.০৬।

আলোচিত সময়ে ব্যাংকের মোট ২৪৩ কোটি ২৯ লাখ শেয়ার ৩ হাজার ৯৯৮ কোটি টাকায় লেনদেন হয়েছে। এই সময়ে ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের মোট ১২৬ কোটি ১৭ লাখ শেয়ার ২ হাজার ৭৮৭ কোটি টাকায় এবং বীমার মোট ৫০ কোটি ২২ লাখ শেয়ার ১ হাজার ১৩৫ কোটি টাকায় লেনদেন হয়েছে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পুঁজিবাজারে ৩০টি ব্যাংক বিনিয়োগকারীদের কাছে শেয়ার ছেড়ে মোট ২৩ হাজার ৯৪৭ কোটি টাকা সংগ্রহ করেছে। ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত যার বাজার মূল্য ৪৮ হাজার ৪০৭ কোটি টাকা।

একই ভাবে ২৩টি ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান পুঁজিবাজার থেকে মোট ৪ হাজার ৫৯ কোটি টাকা সংগ্রহ করেছে যার বাজার মূল্য ১৬ হাজার ৯৯ কোটি টাকা।

৪৭টি বীমা বিনিয়োগকারীদের কাছে শেয়ার ছেড়ে মোট ২ হাজার ১৪৮ কোটি টাকা সংগ্রহ করেছে। ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত যার বাজার মূল্য ৮ হাজার ৪৫৫ কোটি টাকা।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.