আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ জুলাই ২০১৭, সোমবার |

kidarkar

হট আইটেমে লোকসানি ৭ কোম্পানি

dseশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের হট আইটেমের কোম্পানি বলতে এখন শুধু লো-পেইড আপ ও ‘জেড’ ক্যাটাগরির কিছু লোকসানি কোম্পানিকে ধরে নেয়া হচ্ছে। বাজার একটি ঊর্ধ্বমুখী হলেই মাথাচাড়া দিয়ে ওঠে কিছু লোকসানি কোম্পানি। মূলত মালিকানা পরিবর্তন, সামনে ডিভিডেন্ড ঘোষণা, উৎপাদন চালু ইত্যাদি গুজব ছড়িয়ে এক শ্রেণীর বিনিয়োগকারীরা ফায়দা হাসিল করে নিচ্ছে। অন্যদিকে এসব গুজবের খপ্পরে পড়ে লোকসানের কবলে পড়ে যাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ বিষয়ে নীতিনির্ধারণী মহলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ঊর্ধ্বমুখী বাজারের সুযোগে শতাংশের হিসেবে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যেসব কোম্পানি উঠে এসেছে সেগুলোর বেশিরভাগই লোকসানি ও জেড ক্যাটাগরির কোম্পানি।

আজ শতাংশের হিসেবে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় রয়েছে সমতা লেদার কমপ্লেক্স। এ কোম্পানির শেয়ার দর ৩.৩০ টাকা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩৬.৩০ টাকায় অবস্থান করে। সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৭ টাকা। ‘জেড’ ক্যাটাগরির সমতা লেদারের বিগত পাঁচ বছরে ডিভিডেন্ড ইস্যুর কোনো রেকর্ড নেই।

দর বৃদ্ধির তালিকায় আরেক কোম্পানি হলো ইমাম বাটন ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ১.৮০ টাকা বা ৯.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২০.২০ টাকায় অবস্থান করে। সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৭০ টাকা। ‘জেড’ ক্যাটাগরির ইমাম বাটনের বিগত পাঁচ বছরে ডিভিডেন্ড ইস্যুর কোনো রেকর্ড নেই।

আজ বিডি ওয়েল্ডিং ইলেকট্রডস লিমিটেডের শেয়ার দর ১.৭০ টাকা বা ৯.৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৯.২০ টাকায় অবস্থান করে। সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৭২ টাকা। ‘জেড’ ক্যাটাগরির বিডি ওয়েল্ডেং ২০১৪ সালে সর্বশেষ ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিলো।

সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৩.৯০ টাকায় অবস্থান করে। সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৯১ টাকা। ‘জেড’ ক্যাটাগরির সোনারগাঁও টেক্সটাইলের বিগত পাঁচ বছরে ডিভিডেন্ড ইস্যুর কোনো রেকর্ড নেই।

দুর্বল মৌলভিত্তির আরেক কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর ১.১০ টাকা বা ৭.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৪.৯০ টাকায় অবস্থান করে। সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২.৭৬ টাকা। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানির বিগত পাঁচ বছরে কোনো ডিভিডেন্ড ইস্যুর রেকর্ড নেই।

দুলামিয়া কটন স্পিনিং মিলসের শেয়ার দর ০.৭০ টাকা বা ৭.২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১০.৩০ টাকায় অবস্থান করে। সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২.৬৪ টাকা। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানির বিগত পাঁচ বছরে কোনো ডিভিডেন্ড ইস্যুর রেকর্ড নেই।

জুট স্পিনার্সের শেয়ার দর ৬.৬০ টাকা বা ৭.১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯৮.৬০ টাকায় অবস্থান করে। সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬.১০ টাকা। ‘জেড’ ক্যাটাগরির জুট স্পিনার্স ২০১২ সালে সর্বশেষ ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলো।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.