আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ জুলাই ২০১৭, সোমবার |

kidarkar

৪ কোম্পানির বিক্রেতা উধাও

Bata Shoeশেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে চার কোম্পানি। এ সময় কোম্পানিগুলোর ক্রেতা থাকলেও বিক্রেতা উধাও ছিল। কোম্পানিগুলো হলো- বাটা সু, সমতা লেদার, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং দুলামিয়া কটন মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দুপুর ১২টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ে আগ্রহ দেখা দিলেও বিক্রেতার ঘর শূন্য দেখা যায়। আলোচিত সময় বাটা সুর ক্রেতার ঘরে ২ হাজার ২৭০টি শেয়ার ১২১১.৪০ টাকায় ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘরে কাউকে দেখা যায়নি।এ সময়ে কোম্পানিটি ২ কোটি ৫৫ লাখ ১৮ হাজার টাকায় ২১ হাজার ১৭৯টি শেয়ার ৩২৯ বারে লেনদেন হয়। কোম্পানির শেয়ার দর ৬.২৪ শতাংশ বেড়ে সর্বশেষ ১২১১.৪০ টাকায় লেনদেন হয়।

samatha leather31সমতা লেদারের ক্রেতার ঘরে ৫১ হাজার ৮৯৯টি শেয়ার ৪৬.৫০ টাকায় ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘরে কাউকে দেখা যায়নি।এ সময়ে কোম্পানিটি ৮ লাখ ৯৭ হাজার টাকায় ১৯ হাজার ২৯৬টি শেয়ার ২৭ বারে লেনদেন হয়। কোম্পানির শেয়ার দর ৯.৯২ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৬.৫০ টাকায় লেনদেন হয়।

shuridসুহৃদ ইন্ডাস্ট্রিজের ক্রেতার ঘরে ১৩ লাখ ৩২ হাজার ৪৭০টি শেয়ার ১৫.৭০ টাকায় ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘরে কাউকে দেখা যায়নি।এ সময়ে কোম্পানিটি ৮৪ লাখ ৫১ হাজার টাকায়  ৫ লাখ ৩৮ হাজার ৩০৭টি শেয়ার ১৭০ বারে লেনদেন হয়। কোম্পানির শেয়ার দর ৯.৭৯ শতাংশ বেড়ে সর্বশেষ ১২.৭০ টাকায় লেনদেন হয়।

Dulamia Cottonদুলামিয়া কটনের ক্রেতার ঘরে ৭৩ হাজার ৯৫০টি শেয়ার ১২.৭০ টাকায়  ক্রয়ের  আবেদন থাকলেও বিক্রেতার ঘরে কাউকে দেখা যায়নি।  আলোচিত সময়ে কোম্পানিটি ৩ লাখ ২৫ হাজার টাকায় ২৬ হাজার ৪৮টি শেয়ার মাত্র ৩৭ বারে লেনদেন হয়। কোম্পানির শেয়ার দর ৯.৪৮ শতাংশ বেড়ে সর্বশেষ ১২.৭০ টাকায় লেনদেন হয়।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.