আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ অগাস্ট ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

মার্কেন্টাইল ব্যাংক ও গোল্ডেন হার্ভেষ্টের চুক্তি

MBL_Press_Photo_Signingশেয়ারবাজার ডেস্ক: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং গোল্ডেন হার্ভেস্ট এর মধ্যে একটি চুক্তি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্মাদিত হয়। এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ‘মাইক্যাশ’-এর মাধ্যমে দেশব্যাপি গোল্ডেন হার্ভেস্টের ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে অর্থ সংগ্রহ করা যাবে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান এবং গোল্ডেন হার্ভেস্ট-এর পরিচালক মহিউস সামাদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক জি.ডবি¬উ.এম মোর্তজা ও আদিল রায়হান, হেড অব মোবাইল ব্যাংকিং মোঃ রফিকুল হক ভুঁইয়া, হেড অব গুলশান ব্রাঞ্চ শাহ্ মোঃ সোহেল খুরশীদ, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশন আহসানুল হক চৌধুরী এবং গোল্ডেন হার্ভেস্ট-এর চীফ ফিনান্সিয়াল অফিসার রোজিনা আখতার (এফসিএ), ভাইস প্রেসিডেন্ট- ফিনান্স নির্মল চন্দ্র সরদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.