আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ অগাস্ট ২০১৭, শুক্রবার |

kidarkar

আর্থিক খাতের সমস্যা দূর করবে এফএসসি

govtশেয়ারবাজার রিপোর্ট: আর্থিক খাতের যেকোনো ধরনের সমস্যা চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি কাউন্সিল (এফএসসি) নামে একটি সংস্থা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বৈঠকে এফএসসি নিয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করেন। এতে বলা হয়, প্রস্তাবিত কাউন্সিলে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা (আইডিআরএ), জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতো আরও সংস্থার প্রধানেরা থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সংস্থার প্রধানদের নিয়ে প্রস্তাবিত এফএসসির এটি হচ্ছে প্রাথমিক সাংগঠনিক কাঠামো। অর্থমন্ত্রী হবেন এর প্রধান, আর বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর হবেন সদস্যসচিব। কাউন্সিলের বৈঠকে প্রয়োজনে যে কাউকে ডাকা যাবে।

কাউন্সিল মূলত সমস্যায় থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। তবে উদ্দেশ্য বাস্তবায়নে পরে কাউন্সিলের আওতায় দুটি আলাদা গ্রুপ গঠন করা হবে।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.