আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ অগাস্ট ২০১৭, রবিবার |

kidarkar

বাংলাদেশি হজযাত্রী মক্কায় মারা গেলেন আরও এক জন

শেয়া105852kamal-20170806105128রবাজার ডেস্ক : সৌদি আরবের মক্কা আল-মুকাররমায় মো. জাহাঙ্গীর কামাল (৬৬) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নাটোর জেলার বাসিন্দা জাহাঙ্গীর কামালের পাসপোর্ট নম্বর বি কে ০৩৯৩৬৩৯ এবং পিলগ্রিম আইডি ০৭১৯০৮১। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২ আগস্ট রাজবাড়ী সদরের আবদুর রাজ্জাক (৭৫) মারা যান। তার পাসপোর্ট নাম্বার বি এন ০৬০৭০২৬। পিলগ্রিম আইডি ০৫৯৮১৫৯। চলতি বছর এখন পর্যন্ত মোট চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

এ ছাড়া গত ১ আগস্ট বরিশাল জেলার মুলাদি থানার মো. ফরিদ উদ্দীন (৬১) পাসপোর্ট নম্বর বি এম ০৯৫৩৫৫৫, পিলগ্রিম নম্বর ০১৫২২১১ এবং ২৮ জুলাই নেত্রোকোনা জেলা সদরের বাসিন্দা খোন্দকার এ আর এম ইউসুফ (৭৪) মারা যান। তার পাসপোর্ট নম্বর বি এম ০৯২৩২৫৩ ও পিলগ্রিম নম্বর ০০৩৬২১৭।

গত ২৪ জুলাই থেকে বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। বাংলাদেশ থেকে এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন।

শেয়ারবাজারনিউজ /পা.

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.