আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ অগাস্ট ২০১৭, সোমবার |

kidarkar

৬ মাসে ডিএসই থেকে রাজস্ব আদায় বেড়েছে ১০৯ শতাংশ

dseশেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চলতি বছরের জানুয়ারি’১৭-জুন’১৭ অর্থাৎ ৬ মাসে ১৫৭ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ১৭ টাকা রাজস্ব দিয়েছে। যা আগের বছরে (জানু-জুন’১৬) ছিল ৭৫ কোটি ২৮ লাখ ১২ হাজার ৪৬১ টাকা। সে হিসেবে আগের বছরের তুলনায় রাজস্ব বেড়েছে  ৮২ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৫৫৬ টাকা বা ১০৯.৮৪ শতাংশ। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি বছরের ৬ মাসে ডিএসই সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ১১৩ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৯৬৫ টাকা। যা এর আগের বছরের ৬ মাসে ছিল ৫১ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ৯৮৪ টাকা। সে হিসেবে ডিএসই সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব বেড়েছে ৬১ কোটি ৩৩ লাখ ৯২ হাজার ৯৮১ টাকা।

এছাড়া উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ৪৪ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৫২ টাকা। যা এর আগের বছরের ৬ মাসে ছিল ২৩ কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৪৭৭ টাকা। অর্থাৎ উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় বেড়েছে ২১ কোটি ৩৫ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.