আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ অগাস্ট ২০১৭, মঙ্গলবার |

kidarkar

আমাকে সবাই ১ টাকা করে সাহায্য দিন : আব্দুল জব্বার

1406172_kalerkantho_picশেযারবাজার ডেস্ক: ১৬ কোটি বাঙালির প্রত্যেকের কাছে এক টাকা করে সাহায্য চাইলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ ২ এ পড়ে আছেন কালজয়ী এ শিল্পী। সেখানে সাংবাদিকরা তাকে দেখতে গেলে তিনি তাদের মাধ্যমে দেশবাসীর প্রতি এমন আকুতিভরা আবেদন জানান। সাংবাদিকদের তিনি বলেন, আব্দুল জব্বার যদি জাতি গঠনের সংগ্রামে গান গেয়ে কোনো ভুমিকা রেখেই থাকেন তবে, ১৬ কোটি বাঙালি এক টাকা করে আমাকে সাহায্য দিক। তাতে আমার সুচিকিৎসা হবে। আমার দেহে স্থাপিত হবে দুটি কিডনি। তখন নিশ্চয়ই আমি বেঁচে যাব।

আব্দুল জব্বার আরও বলেন, যখন লাইফ সাপোর্টে থাকব তখন অনেকে দেখতে আসবেন! মারা গেলে শহীদ মিনারে রাখা লাশে ফুল দেবেন! কিন্তু আমার এসব কিছুরই দরকার নেই। আমি আরও কিছুদিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাই। এ জন্য আমার কিছু টাকা দরকার। পারলে কিছু টাকা দিয়ে আমাকে সহযোগিতা করুন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কালীন দেশের দুঃসময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অসংখ্য গান গেয়েছেন আব্দুল জব্বার। সেই সময়ে গাওয়া তাঁর গানগুলো মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছিল। তা ছাড়াও ওই সময় ভারতের বিভিন্ন স্থানে গণসংগীত গেয়ে প্রাপ্ত ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন তিনি।

জয় বাংলা বাংলার জয়, সালাম সালাম হাজার সালাম, ওরে নীল দরিয়া তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়সহ অসংখ্য কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন দেশবরেণ্য এ শিল্পী। সংগীতে অসামান্য অবদানের জন্য পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার। এ ছাড়াও পেয়েছেন বঙ্গবন্ধু স্বর্ণপদক এবং জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার।

শেয়ারবাজানিউজ/পা.

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.