আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ এপ্রিল ২০১৫, বুধবার |

kidarkar

নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান

bcb bankশেয়ারবাজার রিপোর্ট: সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংক ডাকাতির ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকে প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘কমার্স ব্যাংকে সংঘটিত ডাকাতির ঘটনায় বাংলাদেশ ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত। এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশের মহাপরিদর্শক শহীদুল ইসলামকে অনুরোধ পত্র পাঠিয়েছেন গভর্নর আতিউর রহমান।’

এস কে সুর জানান, একইসঙ্গে ওই চিঠিতে ব্যাংকের নিরাপত্তা বিধানে শাখা সংশ্লিষ্ট থানাকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ও প্রাণহানি এড়ানো যায় সে লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা বাড়ানো যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে প্রতিটি শাখার সাথে স্থানীয় থানার হটলাইন চালু কথা ভাবা হচ্ছে।

বর্তমান যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে তা দিয়ে এ ধরনের ঘটনা মোকাবেলা সম্ভব নয় বলে শিকার করেন তিনি। তিনি বলেন, ‘এর জন্য নিরাপত্তা জোরদারের পাশাপাশি সামাজিক মূল্যবোধের উন্নয়নও ঘটাতে হবে।’

পূর্বে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটলেও এতটা নৃশংসতা এবারই প্রথম উল্লেখ করে তিনি বলেন, ‘আগে ভল্টের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ ছিলাম এবং তা করতে পেরেছি। কিন্তু এবার যে ঘটনা ঘটলো, সে প্রেক্ষিতে ব্যাংকের সার্বিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে জোর দিচ্ছি আমরা।’

কমার্স ব্যাংকের ভল্টে ধারণক্ষমতার বাইরে টাকা ছিল কি না এমন প্রশ্নের জবাবে ডেপুটি গভর্নর বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করা হয়েছে। তদন্তের পরই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে কমার্স ব্যাংকের সাভার শাখায় ব্যাংক ডাকাতির সময় ব্যাংকের ব্যবস্থাপকসহ আট জন নিহত হন।

শেয়ারবাজারনিউজ/তু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.