আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ অগাস্ট ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

৩২ লাখ টাকা মুনাফা করে ২০ লাখ টাকা জরিমানার কবলে দুই শেয়ার ব্যবসায়ি

BSECশেয়ারবাজার রিপোর্ট: অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ব্যবহার করে অলটেক্স ইন্ড্রাস্টিজের শেয়ার কেনা-বেচা করে ৩১ লাখ ৯৫ হাজার ৮৩৫ টাকা মুনাফা করেন কোম্পানিটির সহকারি ব্যবস্থাপক মো: নজরুল ইসলাম এবং তার স্ত্রী শামীমা নজরুল। তাই সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধ করণ আইন লঙ্ঘন হওয়ায় এই দুই ব্যবসায়ির প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ অনুষ্ঠিত ৬০৯তম কমিশন সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

কমিশন জানায়, মো: নজরুল ইসলাম অলটেক্স ইন্ডাস্ট্রিজের সহকারি ব্যবস্থাপক পদে ২০০৪-২০০৫ এবং একই মালিকানাধীন অলটেক্স স্পিনিং লি: এর একই পদে ২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তার স্ত্রী শামিমা নজরুলের নামে পরিচালিত বিও হিসাবের মাধ্যমে অলটেক্স ইন্ডাস্ট্রির অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে শেয়ার ক্রয় করে এবং পরবর্তীতে বিক্রি করে ৩১ লাখ ৯৫ হাজার টাকা মুনাফা করেন। এতে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর বিধি ৩ এর উপবিধি (১) লঙ্ঘন হয়েছে। তাই তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

 

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.