আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ অগাস্ট ২০১৭, শনিবার |

kidarkar

খুবই মর্মান্তিক!“ফোন পেয়েই ছেলের জানাজা থেকে উঠে এসেছেন”

imagesশেয়ারবাজার ডেস্ক: একজন ডাক্তার একটি জরুরী সার্জারির জন্য
তাড়াহুড়ো করে আর এক ডাক্তারকে হাসপাতালে ডাকে।তড়িৎ গতিতে হাসপাতালে পৌঁছে গেছে ডাক্তারটি!

হাসপাতালে ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য।এরপর সার্জারির ব্লক এগিয়ে সে দেখল
রোগীর (একটি ছোট্ট ছেলে) বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায়!
ডাক্তার কে দেখামাত্র লোকটি চেঁচিয়ে উঠল,,,

-আপনার আসতে এত দেরি লাগে?
দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার?
আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে?
ডাক্তার ছোট্ট একটা মুচকি হাসি হেসে বলল,,,
“আমি দুঃখিত,আমি হাসপাতাল এ ছিলাম না।বাসা থেকে তাড়াহুড়ো করে এ তাই খানিক দেরি হল।এখন আপনি যদি একটু শান্ত হন,তবে আমি আমার কাজ টা শুরু করি?”

লোকটি এবার যেন আরও রেগে গেলো,ঝাঁঝাঁলো স্বরে
বলল,,,
–ঠাণ্ডা হব?
আপনার সন্তান যদি আজ এখানে থাকতো?
আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়াইয়া থাকতো,তবে আপনি কি করতেন?
শান্ত হয়ে বসে থাকতেন?”
.
ডাক্তার আবার হাসলেন আর বললেন,,,
আমি বলব পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকে আমাদের সৃষ্টি আর মাটিতেই আমরা মিশে যাব!
ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারেন
না।আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা
টা করব।”
.
লোকটি পুনরায় রাগত স্বরে বলল,,,
–যখন কারো টেনশন না থাকে তখন উপদেশ দেয়া সহজই!”
এরপর ডাক্তার সাহেব সার্জারির রুম এ চলে গেলো!
.
২ ঘণ্টার মত লাগলো……
শেষে হাসি মুখে ডাক্তার
হাসি মুখে বের হয়ে এলেন,আলহামদুলিল্লাহ্ অপারেশন সফল!
এরপর লোকটির উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার
আবার বলে উঠলেন,,,
“আপনার কোন প্রশ্ন থাকলে নার্স কে জিজ্ঞেস
করুন!
বলে তিনি চলে গেলেন।
.
এরপর লোকটি নার্সকে বললেন,,,
–ডাক্তার এত ভাব নেন কেন?
তিনি কি আর কিছুক্ষণ এখানে দাঁড়াতে পারতেন না?
যাতে আমি ওনাকে আমার
সন্তান এর ব্যাপারে কিছু
জিজ্ঞেস করতাম?
“নার্স কান্নায় ভেঙ্গে পড়লেন আর জানালেন,
ডাক্তার এর ছেলে আজ সকালে মারা গেছেন রোড
এক্সিডেন্ট এ!
তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন,এখন আবার দৌড়ে চলে গেলেন-কবর দিতে….!
.
একজন মানুষ কে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না!
কারণ আপনি কখনই জানেন না তিনি কিসের
মাঝে আছেন!

শেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.