আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ অগাস্ট ২০১৭, সোমবার |

kidarkar

ব্যাংক সেক্টর: সাধু সাবধান

Pathok_2

আজ আগস্ট মাসের ১৪ তারিখ চলে। সামনে জুন closing শেয়ার গুলোর ডিভিডেন্ড আসতে শুরু করবে। কিন্তু এই অসময়ে ব্যাংকের শেয়ার গুলোর মূল্য যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তা কোন ভাবেই স্বাভাবিক বলা যায় না। বাজার ভালো হলে ব্যাংক গুলোও ভালো করবে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু সব কিছুর একটা সময় থাকে। সময়ের কাজ অসময়ে করাটা কোন ভালো লক্ষণ নয়।
.
অনেকেই বলবে ইনডেক্স বাড়াতে হলে ব্যাংক ছাড়া কোন বিকল্প নেই। আমি এই ধরনের মতাদর্শের পক্ষের লোক নই। কারন মুদ্রার শুধু এক পিঠ থাকে না। এর বিপরীত পিঠও আছে। ব্যাংক গুলো বাড়লে যেমন ইনডেক্স বাড়ে ঠিক তেমনি ব্যাংক গুলোর মূল্য সংশোধনে ইনডেক্স কমে যাওয়ারও সম্ভাবনা থাকে। আমাদের দেশের বিনিয়োগকারীরা তো আবার মিনিটে মিনিটে ইনডেক্স দেখে, যা বাজারের ক্ষতির আরও একটি কারন।
.
✔️ এই অসময়ে উচ্চ মূল্যে ব্যাংক গুলো কেনার ক্ষেত্রে ভেবে দেখার সময় চলে এসেছে। তাই ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে সাবধানটা অবলম্বন করা উচিত বলে মনে করছি। ধন্যবাদ।

তানভীর আহমেদ

শেয়ার বিনিয়োগকারী

উত্তরা,ঢাকা।

শেয়ারবাজারনিউজ/ম.সা

উত্তর দিয়ে যান Anonymous মতামত বাতিল করুন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.