আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ অগাস্ট ২০১৭, বুধবার |

kidarkar

থামছে না বিবিএস ক্যাবলসের দৌড়

bbs cablesশেয়ারবাজার রিপোর্ট: লেনদেন শুরু প্রথম থেকেই একের পর এক চমক দিয়ে যাচ্ছে সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস।  আইপিওতে প্রকৌশল খাতের এ কোম্পানির শেয়ার বিক্রি হয় অভিহিত মূল্য অর্থাৎ ১০ টাকা দরে। আজ দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে শেয়ারটি কেনাবেচা হয়েছে সর্বোচ্চ ১২৬.৫০ টাকায়। এ দর আইপিও মূল্যের প্রায় ১৩ গুণ। এমনকি কোম্পানিটি আজ শেয়ার দর ১০ শতাংশ বা ১১.৫০ টাকা বেড়েছে। আর এত কোম্পানিটি আজ লেনদেন ও দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে।

এদিন কোম্পানির মোট ৩৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার টাকার ৩০ লাখ ৬৩ হাজার ৮৫৫টি শেয়ার ৫ হাজার ৮৪ বার হাতবদল হয়েছে। কোম্পানির গতকালের শেয়ার ক্লোজিং হয়েছিলো ১১৫ টাকায় যা আজ ক্লোজিং হয় ১২৬.৫০ টাকায়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর প্রথমদিনে ৮০০ শতাংশ বেড়ে শেয়ারটির দর ওঠে ৯৪ টাকা। পরের দুই দিনে তা ৭৮ টাকায় নেমে আসে। কিন্তু চলতি সপ্তাহের শুরু থেকেই যেন আরও চমক দেখাতে শুরু করে বিবিএস কেবলস। গত তিন দিন ধরে টানাই বাড়ছে শেয়ারটির দর। গত তিন দিনে কোম্পানির শেয়ার ১০৯.৫০ টাকা থেকে ১২৬.৫০ টাকা উঠে এসেছে। দর বৃদ্ধি হয়েছে সাড়ে ১৫ শতাংশেরও বেশি।

এদিকে, লেনদেন শুরুর মাত্র ১১ কার্যদিবসে শেয়ারটির মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ৬১.৫১ পয়েন্টে। দেশের শেয়ারবাজারে কোনো শেয়ারের পিই রেশিও ২০ হলে সেই দরকে অতিমূল্যায়িত ধরা হয়। আর কোনো শেয়ারের পিই রেশিও ৪০ হলেই ওই শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ সুবিধা বন্ধ হয়ে যায়। বিদ্যমান আইন অনুযায়ী, তালিকাভুক্তির ৩০ দিন মার্জিন ঋণ সুবিধা বন্ধ থাকে। বিবিএস কেবলসের বর্তমান দর থাকলে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পরও মার্জিন ঋণ সুবিধা থাকবে না।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.