আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ অগাস্ট ২০১৭, সোমবার |

kidarkar

কোথায় কেন বিনিয়োগ করবেন দেখিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক

ramitance_bbশেযারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে কোন খাতের শেয়ারে বিনিয়োগ করলে আপনার রিটার্ন বেশি আসবে হিসাব কষে দেখিয়ে দিল বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, বাজার মূলধন, লেনদেন, পিই রেশিও, ডিভিডেন্ড প্রদানের হার প্রায় সবদিক থেকেই পুঁজিবাজারে ব্যাংকের শেয়ার এগিয়ে। আর্থিক খাতের অন্যরা ব্যাংকের তুলনায় অনেক পিছিয়ে।

রোববার প্রকাশ করা বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা ড. মো: আখতারুজ্জামানের ‘ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে প্রয়োজনীয় তথ্য উপাত্তের ভিত্তিতে এমন তথ্য উঠে এসেছে। পুঁজিবাজার বিষয়ক গবেষণাটি এপ্রিল, ২০১৭ থেকে জুন, ২০১৭ পর্যন্ত তিন মাসের হিসাবে করা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতে ডিভিডেন্ড প্রদানের হার (ডিভিডেন্ড ইয়েল্ড) ৫.৭৯। এর আগের প্রান্তিকে ডিভিডেন্ড ইয়েল্ড ছিল ৫.৭৭।

ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানে ডিভিডেন্ড ইয়েল্ড ২.৬২ এবং বীমায় ৩.৩৮।

এদিকে মূল্য আয় অনুপাতে (পিই রেশিও) হিসাবে ব্যাংকের শেয়ার সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ব্যাংকের পিই রেশিও ৯.১০। ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানে পিই রেশিও ২২.৬৭ এবং বীমায় ১৩.২০।

আলোচিত সময়ে ব্যাংকের মোট ২৬৫ কোটি শেয়ার ৬ হাজার কোটি টাকায় লেনদেন হয়েছে। এর আগের প্রান্তিকে ব্যাংকের ১২ হাজার কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের মোট ১৩৯ কোটি শেয়ার ৪ হাজার ৭৪৬ কোটি টাকায় এবং বীমার মোট ১৪ কোটি শেয়ার ৪০৯ কোটি টাকায় লেনদেন হয়েছে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পুঁজিবাজারে ৩০টি ব্যাংক বিনিয়োগকারীদের কাছে শেয়ার ছেড়ে মোট ২৫ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। ৩০ জুন, ২০১৭ পর্যন্ত যার বাজার মূল্য ৫৬ হাজার টাকা।

একই ভাবে ২৩টি ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান পুঁজিবাজার থেকে মোট ৪ হাজার ৩২৫ কোটি টাকা সংগ্রহ করেছে যার বাজার মূল্য ২৩ হাজার কোটি টাকা।

৪৭টি বীমা বিনিয়োগকারীদের কাছে শেয়ার ছেড়ে মোট ২ হাজার ১৮৫ কোটি টাকা সংগ্রহ করেছে যার বাজার মূল্য ৮ হাজার ৬৪৮ কোটি টাকা।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.