আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার |

kidarkar

এক কেজি মিষ্টির ওজন ৮০০ গ্রাম: খালি প্যাকেটের দাম ১১০ টাকা! (ভিডিওসহ)

mistyশেয়ারবাজার ডেস্ক: নগরীর মিষ্টির দোকান হিসেবে খ্যাত মুসলিম সুইটস অ্যান্ড বেকারী। কিন্তু এই মুসলিম সুইটসেই চলছে ভোক্তাদের সঙ্গে প্রতারণা। শুধু মিষ্টি ছাড়া খালি প্যাকেটের ওজন হচ্ছে ২০০ গ্রাম। অর্থাৎ এককেজি মিষ্টি কিনলে পাওয়া যাচ্ছে ৮০০ গ্রাম। সে হিসেবে প্রতিটি খালি প্যাকেটের মূল্য দাঁড়ায় ১১০ টাকা। সম্প্রতি ভ্রাম্যমান আদালত এই মুসলিম সুইটসে সরেজমিনে তদন্তে গেলে এসব অপরাধ বেরিয়ে আসে। মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করে। নিম্নে তার ভিডিও দেয়া হলো:

আবু জাহিদ সাদিক নামে একজন ভুক্তভোগী জানান,খুবই উত্তম একটা কাজ করতেছেন আইন শৃঙ্খলা বাহিনী। অনেক অনেক ধন্যবাদ, এই কাজ টি দেশের আনাচে কানাচে সব যায়গাতেই করুন এই টাই চাই। এই চিটার ব্যবসায়ীরা আমাদেরকে যে কতভাবে প্রতারিত করছে, আমি নিজে ওজন করে দেখেছি ৩৫০ গ্রাম ওজনের মিষ্টির প্যাকেট। তার মানে ১ কেজিতে মাত্র ৬৫০ গ্রাম মিষ্টি দিলেই ১ কেজি মিষ্টি দেয়া হয়ে গেল।

এ ব্যাপারে তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কো: লি: এর ফিজিশিয়ান মিজানুর রহমান জানান,  মিষ্টির প্যাকেটের ওজন কত হতে হবে সে ব্যাপারে সরকারী নির্দেশনা থাকতে হবে। সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে মুসলিম সুইটস-এর মুল প্রতিষ্ঠানটি বিজয়নগরে বিএমডিসি ভবনের কিছুদুর উত্তরে অবস্থিত। এখানে প্যাকেট প্রতারনা হওয়ার আশংকা কম। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি যেন এ বিষয়ে সতর্ক হয়। মুসলিম সুইটস-এর নাম ব্যাবহার করে যেনো প্রতারনা কেউ করতে না পারে তাই পেটেন্ট মামলা পুনরায় আরম্ভ করার জন্য মুসলিম সুইটস কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি।

 

 

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.