আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ সেপ্টেম্বর ২০১৭, শনিবার |

kidarkar

চার রেকর্ড গড়ে পুঁজিবাজারে সপ্তাহ পার

DSE0909শেয়ারবাজার রিপোর্ট: গত সপ্তাহে ডিএসইর ব্রডইনডেক্স ৬০০০ পয়েন্টে অতিক্রম করেছে। এমনকি ডিএসই৩০ ও ডিএসই শরিয়াহ সূচকেও সবোর্চ্চ স্থানে অবস্থান করছে। এছাড়াও বর্তমান পুঁজিবাজারে বাজার মূলধনের পরিমাণ লাখ হাজার ৭৬৪ কোটি টাকা পুঁজিবাজারের ইতিহাসে এটিই সর্বোচ্চ বাজার মূলধন অর্থাৎ বিদায়ী সপ্তাহে দেশের পুঁজিবাজার চার রেকর্ড দিয়ে পার করেছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের  কার্যদিবসের মধ্যে ১ দিন বাদে দিনই বেড়েছে সূচক এর ফলে সব ধরনের সূচক বাড়লেও লেনদেন আগের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সপ্তাহটিতে লেনদেন কমেছে ৬.৯১ শতাংশ তবে গড় লেনদেনের পরিমাণ বেড়েছে ১৪৮ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ২০৩ টাকা

সাপ্তাহিক ব্যবধানে ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১.৮১ শতাংশ বা ১০৮.৫৫ পয়েন্ট বেড়ে ৬১১৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই৩০ সূচক.৮৬ শতাংশ বা ৩৯.৭৮ পয়েন্ট বেড়ে ২১৭৮ পয়েন্টে এবং শরীয়াহ সূচক .৯৫ শতাংশ বা ২৫.৭৭ পয়েন্ট বেড়ে ১৩৪৭ পয়েন্টে অবস্থান করছে। গত সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৫টি কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টি কোম্পানির। দর কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির এবং লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। এগুলোর ওপর ভর করে সপ্তাহজুড়ে লেনদেন হয় হাজার ২৩০ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৬৮৯ টাকা। যা এর আগের সপ্তাহে ছিলো হাজার ৫৪৪ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার ৮৪৬ টাকা। সেই হিসেবে গত সপ্তাহে লেনদেন কমেছে ৩১৩ কোটি ৯৮ লাখ ৮৬ হাজার ১৫৭ টাকা

সমাপ্ত সপ্তাহেক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৭.৭১ শতাংশ।বিক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৫.৮৯ শতাংশ।এনক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪.৭৮ শতাংশ।জেডক্যাটাগরির লেনদেন হয়েছে .৬২ শতাংশ। আর সপ্তাহশেষে ডিএসইর বাজার মূলধন অবস্থান করছে লাখ ৭৭ হাজার ৬৪ কোটি ৮৭ লাখ ১২ হাজার ৫০৩ টাকা। গত সপ্তাহে যার পরিমাণ ছিল লাখ হাজার ৯০ কোটি ৮১ লাখ হাজার ২৭৮ টাকা। সে হিসেবে সপ্তাহে বাজার মূলধন বেড়েছে .৪১ শতাংশ

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে শতাংশ বা ২২৫.২৭ পয়েন্ট। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৫টি কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টি কোম্পানির। আর দর কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আর সপ্তাহশেষে লেনদেন হয়েছে ২১১ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ৭৮৩ টাকার শেয়ার

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.