আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ এপ্রিল ২০১৫, রবিবার |

kidarkar

আবারও ভূমিকম্প!

Vhumai_Kamppa_Sharebazar_Newsশেয়ারবাজার রিপোর্ট: আজ আবার ভূমিকম্প হল । রাজধানীতে রোববার (২৬ এপ্রিল) দুপুর ১টা ১২ মিনিটে ঝাঁকুনি অনুভূত হয়। দেশের বিভিন্ন স্থান থেকেও পাওয়া গেছে একই ধরনের কম্পনের খবর। আজকের ভূমিকম্প টানা ১০-১৫ সেকেন্ড ধরে অনুভূত হয়।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর পরই রাজধানীর মতিঝিলের রাস্তায় নেমে আসে বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আর এরকম দৃশ্য আরো অনেক যায়গায় দেখাযায় বলে খবর পাওয়া গেছে। আজকের এই ঘটনায় দেশের কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নেপালে কুদারির ১৭ কিলোমিটার দক্ষিণে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউএসজিএস বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলে এর মাত্রা ছিলো ৬.৭।

এর আগে শনিবার দুপুর ১২টা ১২ মিনিটে ৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারাদেশ। একই সময়ে ভূমিকম্পে নেপাল ও ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নেপালেই প্রাণহানি ঘটে ২০০০ জনেরও বেশি।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.