আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ সেপ্টেম্বর ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

সু চিকে সমর্থন দিয়ে, রোহিঙ্গাদের ত্রাণ পাঠালো ভারত!

rohangaশেয়ারবাজার ডেস্ক: মিয়ানমারে চলমান সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসেছে।

গত ২৫ আগস্ট রাতে রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলার জেরে রাখাইন রাজ্যে নতুন করে সেনা অভিযান শুরু হয়।

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।

রোহিঙ্গা ইস্যুতে যখন মিয়ানমারকে সারা বিশ্ব নিন্দা জানাচ্ছে ঠিক তখন মিয়ানমারকে দ্ব্যর্থহীন সমর্থনের কথা ব্যক্ত করেছে চীন। শুধু চীন নয়, সু চি সরকারের প্রতি সমর্থন জানিয়েছিল কথিত ‘বন্ধুরাষ্ট্র’ ভারত।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সাতশ’ টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টায় ‘আইএনএস ঘরিয়াল’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে ভিড়ে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এম এন ইস্পাহানি লিমিটেড এর কর্মকর্তা লোকো প্রিয় বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ জাহাজে ৬৭ হাজার ১৬৭ প্যাকেটে ৭০০ টন ৬০০ কেজি ত্রাণ এসেছে। এর মধ্যে চাল, ডাল, ভোজ্য তেলসহ ভোগ্যপণ্য সামগ্রী রয়েছে।

তিনি আরও জানান, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আজ আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী হস্তান্তর করবেন।

এর আগে দুইবার বিমানে রোহিঙ্গাদের জন্য ভারত ত্রাণ সামগ্রী পাঠায়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৫ আগস্ট সেনা-পুলিশের ৩০টি চৌকিতে হামলার পর দমন-পীড়ন শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর প্রাণভয়ে স্রোতের মতো বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা।

মিয়ানমারে চলমান সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ সবশেষ হিসেবে বলেছে, এই দফা এবং আগে মিলিয়ে ৭ লাখের বেশি মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে।

এর আগে বৌদ্ধ অধ্যুষিত দেশটিতে জাতিগত নির্মূলের নীল-নকশার নির্যাতনে বিপুল সংখ্যক রোহিঙ্গা নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বছরের পর বছর ধরে বাংলাদেশে বাস করছেন।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.