আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ অক্টোবর ২০১৭, মঙ্গলবার |

kidarkar

বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য হলেন বোরহান ‍উদ্দিন

IDRA_আইডিআরএশেয়ারবাজার রিপোর্ট: বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (মেম্বার) পদে বোরহান উদ্দিন আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার।

গত ২৮ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আইডিআরএ’র সদস্য (আইন) পদে বোরহান উদ্দিনকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের তারিখ থেকে ৬৭ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অথবা ২০২০ সালের ১১মে পর্যন্ত তিনি আইডিআরএ’র সদস্য (আইন) হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি অন্য কোন প্রতিষ্ঠান কিংবা সংগঠনের হয়ে কাজ করতে পারবেন না।

এর আগে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নিয়েছেন।

এ নিয়ে আইডিআরএ’র চেয়ারম্যান সহ মোট সদস্য হলেন ৩জন। আইন অনুযায়ী চেয়ারম্যান সহ ৪ জন সদস্য নিয়োগের বিধান রয়েছে। আর সভায় সিদ্ধান্ত নিতে হলে চেয়ারম্যান সহ কমপক্ষে ৩জনের কোরাম পূর্ণ করতে হয়। কিন্তু এতোদিন চেয়ারম্যান ও একন সদস্য দায়িত্ব পালন করছিলেন। তাই তারা সভায় কোন সিদ্ধান্ত নিতে পারতেন না। তাই সরকার আরেকজন সদস্য নিয়োগ দেওয়ায় কোরাম পূর্ণ হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে চেয়ারম্যান পদে রয়েছেন শফিকুর রহমান পাটোয়ারী এবং আরেকজন সদস্য হলেন গোকুল চাঁদ দাস।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.