আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ অক্টোবর ২০১৭, শুক্রবার |

kidarkar

নোভিস্টা ফার্মা অধিগ্রহণ করবে বেক্সিমকো ফার্মা

Beximco pharmaশেয়ারবাজার রিপোর্ট: নোভিস্টা ফার্মা লিমিটেডের ৮৫.২২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে বেক্সিমকো ফার্মা। বৃহষ্পতিবার সন্ধায় অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

এর জন্য উভয় প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) হবে বলে জানিয়েছেন বেক্সিমকোর উর্ধ্বতন কর্মকর্তারা।

তারা জানান, ডিসেম্বর ২০১৭ এর মধ্যে নোভিস্টার শেয়ার অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন করা হবে।

তারা আরো জানান, নোভিস্টা ফার্মা হরমন এবং এ জাতীয়  ঔষুধের জন্য বাংলাদেশে বিখ্যাত। কুইনটাইলস আইএমএস এর জরিপ অনুযায়ী দেশে ঔষুধের বাজারে ২০১৭ বছরের অর্ধবার্ষিকে নোভিস্টা ২১তম অবস্থানে রয়েছে। ১৯৬৪ সালে নেদারল্যান্ড ভিত্তিক ওরগানন ইন্টারন্যাশনালের সহযোগী হিসেবে ওরগানন (বাংলাদেশ) লি: নামে বাংলাদেশে ব্যবসা শুরু করে। পরবর্তীতে ২০০৬ সালে নেদারল্যান্ডের প্রতিষ্ঠানটি দেশিও মালিকানায় ছেড়ে দেয়। সে থেকে নোভিস্টা ফার্মা নামে ব্যবসা করছে।

বেক্সিমকো ফার্মার কর্মকর্তারা জানান, অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলে বেক্সিমকোর আয় এবং মুনাফা বাড়বে।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.