আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ অক্টোবর ২০১৭, সোমবার |

kidarkar

ব্লক মার্কেটে দুই ব্যাংকের বড় লেনদেন

Block Market-ব্লক মার্কেট-ব্লক মার্কেটে-sharebazarnewsশেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে দুই ব্যাংকের বড় লেনদেন হয়েছে। ব্যাংক দু’টি হলো- আল-আরফাহ ইসলামী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ সোমবার ব্লক মার্কেটে  ব্যাংক দুটি ৮০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইতে আজ আল-আরফাহ ইসলামী ব্যাংকের ১ কোটি ২০ লাখ ৪৫ হাজার শেয়ার ৩ বার লেনদেন হয়। যার বাজার দর ৩০ কোটি ২১ লাখ ৭৯ হাজার টাকা। আর শাহজালাল ইসলামী ব্যাংকের ২ কোটি শেয়ার ৩ বার লেনদেন হয়। যার বাজার দর ৫০ কোটি টাকা।

উল্লেখ্য, সাধারণ বাজারের চেয়ে ব্লক মার্কেটের মধ্যে তফাত হলো, ব্লক মার্কেটে ক্রেতা-বিক্রেতা আগে থেকেই ঠিক করা থাকে। এমনকি ক্রেতা-বিক্রেতা মিলে শেয়ারের দামও আগে থেকে ঠিক করে নেন।

ব্লক মার্কেটে আজ মোট ৮ কোম্পানির মোট ৩ কোটি  ৭৯ লাখ ২১ হাজার ১৭৫টি শেয়ার ১৮ বারে লেনদেন হয়। যার বাজার দর ৮৯ কোটি ৯৪ লাখ ১৮ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.