স্থিতিশীল মার্কেটের জন্য প্রথমে দরকার প্রত্যাশিত উত্থান পতন অর্থাৎ অধিকাংশ শেয়ারের উত্থান হলে ইনডেক্স আপ আবার অধিকাংশ শেয়ারের পতনে ইডেক্স ডাউন। আর এটা তখনই সম্ভব যখন সকল সেক্টরের মধ্যে ভারসাম্য থাকেবে। যত দিন ব্যাংকের লেনদেন দ্বারা গোটা মার্কেট ডমিনেট করা হবে তত দিন বিনিয়োগকারীদের আশার প্রতি ফলন ঘটবে না। বিধায় বাজারের প্রতি তারা আস্থা পাবে না। ফলে হাতে ক্যাশ থাকলেও বিনিয়োগে যাবে না । তাই লেনদেন ও বৃদ্ধি পাবে না। আর আমরাতো জানি একটা ভাল বাজার তখনই সম্ভব যখন ধীরে ধীরে সকল সেক্টরের মধ্যে ভারসাম্য রেখে ইনডেক্স ও লেনদেন দিন দিন বৃদ্ধি পেতে থাকবে।
তবে আশার কথা হলো ধীরে ধীরে ব্যাংকের দৌরাত্ম্য কমে আসছে। এর মূল কারন ব্যাংকের লেনদেনের পরিমাণ কমে যাওয়া। তাই তো এখন ৭৩% ব্যাংকের দর পতনেও মার্কেটের পতন হয়েছে মাত্র ৬ পয়েন্ট। গত ১২ অক্টোবর ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫০ শতাংশ, তারপর ৩৪ শতাংশ,সর্বশেষে ২০ শতাংশে নেমে এসেছে। এভাবে নিচে আসলে আরো স্টেবল মার্কেট দেখা যাবে। বিনিয়োগকারীরা একটি স্থিতিশীল মার্কেট দেখতে পারবে। কারণ পুরো মার্কেট কখনোই এক সেক্টরের ওপর নির্ভর হতে পারে না। একটি স্থায়ী স্থিতিশীল মার্কেটের জন্য সব সেক্টরের উত্থান-পতনের ভারসাম্য জরুরি। আশা করি সামনে একটি ভালো মার্কেট দেখতে পাবো।
লেখক: কে. সি. মন্ডল।
শেয়ারবাজারনিউজ/ম.সা