আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ অক্টোবর ২০১৭, শনিবার |

kidarkar

টপটেন লুজারের ৫০ শতাংশ জেড ক্যাটাগরির কোম্পানি

TOP-10- Loser -sharebazarnews, লুজারের শীর্ষেশেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে টপটেন লুজারের মধ্যে ৫০ শতাংশ বা ৫টি রয়েছে জেড ক্যাটাগরির কোম্পানি। এগুলো হলো- জিলবাংলা সুগার মিলস, শাইনপুকুর সিরামিক, শ্যামপুর সুগার মিলস, কে অ্যান্ড কিউ ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এর মধ্যে শীর্ষে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৯.৭৫ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১৮.০২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৩২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার দর কমেছে ১৬.৬১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার চতুর্থ স্থানে থাকা কে অ্যান্ড কিউ লিমিটেডের শেয়ার দর কমেছে ১৩.৯১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৯ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া তালিকার শেষ বা ১০ম স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার দর কমেছে ৯.০৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১ কোটি ২৫ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জেড ক্যাটাগরি ছাড়াও তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ১১.৮৮ শতাংশ, এসিআই ফরমুলেশন ১০.৮০ শতাংশ, লিবরা ইনফিউশন ১০.৭১ শতাংশ, অারামিট সিমেন্টের ৯.৮৬ শতাংশ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৯.৭৫ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.