আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ অক্টোবর ২০১৭, সোমবার |

kidarkar

প্রেফারেন্স শেয়ার ছেড়ে ৮০ কোটি টাকা তুলবে বারাকা পাওয়ার

Baraka Powerশেয়ারবাজার রিপোর্ট: প্রেফারেন্স শেয়ার ছেড়ে ৮০ কোটি টাকা তুলবে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড। আজ সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্সদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বারাকা পাওয়ার ১০ টাকা দরে ৮ কোটি প্রেফারেন্স শেয়ার ছেড়ে বাজার থেকে ৮০ কোটি টাকা তুলবে। শেয়ারগুলোর মেয়াদ ৫ থেকে ৭ বছরে এবং প্রতি বছর ৮ থেকে ৯ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে। নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন পেলে এ কার্যক্রম শুরু হবে।

এছাড়া কোম্পানিটি অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা থেকে ৪০০ কোটি টাকা করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হোটেল স্টার প্যাসিফিক, সিলেটে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নিধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.