আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ নভেম্বর ২০১৭, বুধবার |

kidarkar

আগামী নির্বাচিত সরকার করপোরেট ট্যাক্স কমাতে কাজ করবে

muhith_SharebazarNewsশেয়ারবাজার রিপোর্ট: কর্পোরেট ট্যাক্স শেয়ারবাজার বান্ধব নয় উল্লেখ্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, কর্পোরেট ট্যাক্স কমানোর ক্ষেত্রে যেকোন পদক্ষেপ নেবে আগামিতে আসা নির্বাচিত সরকার। তারাই ট্যাক্স কমানোর বিষয়গুলো নিয়ে কাজ করবে।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) সেমিনারটির আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছরে ধরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেওয়া সংস্কারগুলো শেয়ারবাজার স্থিতিশীলতা আনতে ভূমিকা রেখেছে। তবে এ সংস্কার কাজ চলমান রাখতে হবে। কারণ আগামী ৫ বছরে আমাদের অনেক উন্নতির প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) সভাপতি মোহাম্মদ আজিজ খান বক্তবো রাখেন।

বিএসইসি’র চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, গত কয়েক বছরের সংস্করের ফলে দেশের শেয়ারবাজার বর্তমানে স্থিতিশীল অবস্থায় এসেছে। এ জন্য কিছু আইনের পরিবর্তন করা হয়েছে। এর সঙ্গে কর্পোরেট গাইড লাইন, স্বতন্ত্র পরিচালক বিধি, বিনিয়োগকারীকে সচেতনতা কর্মসূচি পালন, এফআরসি গঠনসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, অর্থনীতির উন্নতির তুলনায় শেয়ারবাজার পিছিয়ে আছে। অর্থনীতির উন্নতির সঙ্গে তাল শেয়ারবাজার উন্নতি করা যায়নি। তবে এসময় শেয়ারবাজার স্থিতিশীল করা সম্ভব হয়ছে।

চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বিদেশি পোর্টফোলিওতে লেনদেনের হার মোট লেনদেনের ৫ শতাংশ হচ্ছে। যা ভারতে ৪০ শতাংশ। আবার এখানে বিনিয়োগের হার ভারতের তুলনায় কম। তাই এখানকার বাজার বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে।

 

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.