আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ নভেম্বর ২০১৭, মঙ্গলবার |

kidarkar

৬ বছরের আগে প্রথম শ্রেণীতে ভর্তি নয়

education picশেয়ারবাজার ডেস্ক: এখন থেকে ৬ বছরের আগে বাচ্চাদের প্রথম শ্রেণীতে ভর্তি করানো যাবে না। এছাড়া ১৬ বছরের আগে এসএসসি পরীক্ষা নয়।

অথার্ৎ, এসএসসি পরীক্ষা দিতে ন্যূনতম ১৬ বছর বয়স হতে হবে। আগে ন্যূনতম ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারত। জেএসসি পরীক্ষায় বসতে বয়স হতে হবে কমপক্ষে ১২ বছর। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে হলে বয়স হতে হবে ৬+। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত স্কুল ভর্তি পরীক্ষা নীতিমালা চূড়ান্তকরণ সংক্রান্ত কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাধ্যমিক) সালমা জাহান বলেন, প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম বয়স ৬ বছর। এটা কড়াকড়িভাবে অনুসৃত হচ্ছে। এ হিসাবে একজন শিক্ষার্থীর দশম শ্রেণীতে বয়স দাঁড়ায় সর্বোচ্চ ১৬ বছর। তাই এসএসসি পরীক্ষার্থীদের বয়স হবে ষোলোর্ধ্ব।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: মাহাবুবুর রহমান বলেন, ৬ বছর না হলে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া যায় না। আবার ১২ বছর না হলে জেএসসি পরীক্ষায় বসতে পারে না। কিন্ত অনেক অভিভাবক বোর্ডে আসেন বয়স কমাতে। বয়স সংশোধন কমিটিতে বিষয়টি কয়েকবছর যাবত আলোচনা হয়ে আসছে। এসএসসি পরীক্ষায় ন্যুনতম বয়স ১৬ ঘোষণা করে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেই সব সমাধান হয়ে যায়।

 

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.