আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ নভেম্বর ২০১৭, মঙ্গলবার |

kidarkar

৫০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেল পূবালী ব্যাংক

pubali bankশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক-কে নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড ছেড়ে  ৫০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ অনুষ্ঠিত কমিশনের ৬১৫তম কমিশন সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

কমিশনের মূখপাত্র ও নির্বাহি পরিচালক মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, আনলিস্টেড এবং সাবঅর্ডিনেটেড। শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা, ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি এবং অন্য যেকোন যোগ্য বিনিয়োগকারী প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি কিনতে পারবেন। বন্ডটির মেয়াদ সাত বছর এবং প্রতি ইউনিটের মূল্য ৫ কোটি টাকা। সংগ্রহ করা টাকা দিয়ে ব্যাংকটি টায়ার-২ ক্যাপিটাল বেস এর শর্ত পূরণ করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লি:।

 

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.