আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ নভেম্বর ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

রোববার চালু হচ্ছে ৩৯ কোম্পানির লেনদেন

TRADE copyশেয়ারবাজার ডেস্ক: রোববার চালু হচ্ছে ৩৯ কোম্পানির লেনদেন। কোম্পানিগুলো হলো: স্ট্যান্ডার্ড সিরামিকস; আরামিট সিমেন্ট; শ্যামপুর সুগার; ঝিলবাংলা সুগার; ন্যাশনাল ফিড; ডেফোডিল কম্পিউটার; ফরচুন সুজ; বেঙ্গল উইন্ডসর; ফার কেমিক্যাল; মুন্নু সিরামিকস; মুন্নু স্টাফলার; বিডি অটোকার; মিরাকল ইন্ডাস্ট্রিজ; দেশ গার্মেন্টস; এএমসিএল প্রা্ণ; একটিভ ফাইন; এএফসি এগ্রো; রঙ্গপুর ফাউন্ড্রি; সাফকো স্পিনিং; জাহিন টেক্সটাইল; সাইফ পাওয়ারটেক; বিডিকম; পাওয়ারগ্রীড; ইনটেক অনলাইন; ন্যাশনাল পলিমার; আরামিট; ইয়াকিন পলিমার; নূরানী ডাইং; বিডি থাই; ফুওয়াং সিরামিকস; লিবরা ইনফিউশন; জেমিনি সি ফুড; বাংলাদেশ বিল্ডিং সিস্টেম; সায়হাম টেক্সটাইল;  রেণউইক যজ্ঞেস্বর; তিতাস গ্যাস; বিবিএস ক্যাবল; শমরিতা হাসপাতাল এবং এমআই সিমেন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ১৬ নভেম্বর কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এজন্য কোম্পানিগুলোর লেনদেন আজ স্থগিত ছিলো।

আগামী ১৯ নভেম্বর রোববার কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.