আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ নভেম্বর ২০১৭, শনিবার |

kidarkar

সন্তানের ভবিষ্যৎ পেশা বলে দিবে জন্মের মাস!

babyশেয়ারবাজার ডেস্ক: ছোটদের বড় হওয়ার তাড়া বড্ড বেশি থাকে। আর বড়দের থাকে অপেক্ষা। অপেক্ষা খুদের বেড়ে ওঠার। তাকে পছন্দের জীবন বেছে নিতে দেখার। তবে সময় তো নিজের নিয়মেই চলবে। কিছুটা দিতে পারে শিশুর জন্ম মাস। তাই বলে দিতে পারে আপনার সন্তান কোন পেশার দিকে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।

১। জানুয়ারি- জানুয়ারি মাসে যে শিশুদের জন্ম তারা ছোট থেকেই বেশি হিসেবি হয়ে থাকে। তাই এরা ঋণ সংগ্রহের পেশায় ভাল উন্নতি করতে পারে।

২। ফেব্রুয়ারি- ফেব্রুয়ারি মাস বেশ রোম্যান্টিক। এই মাসের শিশুরাও বেশ সৃষ্টিশীল মনের অধিকারী হয়ে থাকে। তাই এদের শিল্পী হওয়ার সম্ভাবনা বেশি।

৩। মার্চ- মার্চ মাসে জন্ম নেয়া শিশুরা মুক্তির স্বাদ পেতে খুব ভালবাসে। তাদের চোখে আকাশে ওড়ার স্বপ্ন থাকে। তাই এই মাসের জাতকদের বিমানচালক কিংবা বিমানসেবিকা হওয়ার প্রবণতা বেশি থাকে।

৪। এপ্রিল ও মে- এই মাসে যারা জন্ম নেয় তাদের প্রতিভা বহুমুখী। পরিশ্রমই এদের মূলধন। তাই নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনও পেশা এরা বেছে নিতে পারে।

৫। জুন- এই মাসে জন্ম নেয়া শিশুরা আত্মকেন্দ্রিক হন। এদের ভালো বিষয় হল, চিন্তা-ভাবনা করার প্রবণতা বেশি থাকে। আর এসব শিশুদের মাঝে, কাব্যিক কিছু চরিত্র ফুটে ওঠে। আর এরা বড় হয়ে কাব্যিক ও সাহিত্যিক হিসেবে শুনাম অর্জন করে।

৬। জুলাই- জুলাই মাসে জন্ম নেওয়া শিশুরা দায়িত্ব নিতে খুব ভালবাসে। নির্মাণকাজের দিকে এদের প্রবণতা বেশি থাকে। চালক হিসেবেও এরা খ্যাতি অর্জন করতে পারে।

৭। আগস্ট- আগস্ট মাসে জন্ম নেয়া শিশুরা কথায় খুব পটু হয়। এরা আবার পলিটিক্যালি কারেক্টও থাকে। তাই এরা ভাল রাজনীতিবিদ হতে পারে। বারাক ওবামা, বিল ক্লিন্টনের মত বিখ্যাত ব্যক্তিদের জন্মও কিন্তু এই আগস্ট মাসে।

৮। সেপ্টেম্বর- এই মাসে যে শিশুদের জন্ম তাদের স্মৃতিশক্তি খুব ভাল। পড়াশোনাতেও বেশ ভাল হয় এরা। ফলে জ্ঞান বিতরণের কাজে এরা বেশ দক্ষ।

৯। অক্টোবর- অক্টোবর মাসে জন্ম নেয়া শিশুরাও ভাল রাজনীতিবিদ হতে পারে। এরা খুব ভালভাবে মত প্রকাশ করতে পারে। আবার অন্যের মন খুব সহজেই জয় করে নিতে পারে।

১০। নভেম্বর- এই মাসে জন্ম নেয়া জাতকদের মধ্যে জেদ প্রবল। এঁরা শারীরিক শক্তিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাই পুলিশের পেশায় যাওয়ার প্রবণতা বেশি থাকে। আবার অপরাধ জগতের দিকেও ঝুকে যেতে পারে এরা।

১১। ডিসেম্বর- বছরের এই শেষ মাসে যে শিশুরা জন্ম নেয় তারা ভাল দাঁতের ডাক্তার হতে পারে। আবার এই মাসেই বেশিরভাগ অবতারের জন্ম। তাই এই মাসের জাতকের পরোপকারী হয়ে থাকে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.