আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ ডিসেম্বর ২০১৭, রবিবার |

kidarkar

শোকজের পরেও বাড়ছে ইস্টার্ন কেবলসের শেয়ার দর

Eastern Cablesশেয়ারবাজার রিপোর্ট: কয়েক কার্যদিবস ধরেই টানা বেড়ে চলেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন কেবলসের শেয়ার দর। এমনকি পতনের বাজারেও কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে কোম্পানির শেয়ার দর বৃদ্ধির কারণ বিষয়ে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শোকজ করেছে। তারপরও থামছে না কোম্পানির শেয়ার দর।

এছাড়াও অনেকবারই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়ে গেইনারের শীর্ষে উঠে এসেছে। আজ রোববারও কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে। এদিন কোম্পানির শেয়ার দর ১৬ টাকা বা ৭.৫১ শতাংশ বেড়ে দর বৃদ্ধি বা গেইনারের শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ নভেম্বর কোম্পানির শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোন প্রকার মূল্য সংবেদনশীল তথ্য আছে কিনা তা জানতে কোম্পানিকে শোকজ করে ডিএসই। কিন্তু শেয়ার দর বাড়ার পিছনে কোন প্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানায় কোম্পানিটি।

ডিএসইর ওয়েবসাইডে দেখা যায়, গত ১৩ নভেম্বর থেকে টানা বাড়ছে ইস্টার্ন কেবলসের শেয়ার দর। ওইদিন কোম্পানিটির শেয়ার দর যেখানে ছিল ১৪০.৫০ টাকা। তা আজ ৩ ডিসেম্বর পর্যন্ত বেড়ে দাড়ায় ২২৯.৩০ টাকায়।Ecables

 

আজ রোববার কোম্পানিটি এক হাজার ৩৪১ বারে এক লাখ ৮৩ হাজার ৫৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১৩ লাখ ৭১ হাজার টাকা। দিনভর কোম্পানির শেয়ার দর ২০৬.২০ টাকা থেকে ২৩১.৫০ টাকায় উঠানামা করে সর্বশেষ ২২৭.৫০ টাকায় লেনদেন হয়।

ডিএসইতে আজ গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ৬.৮৮ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৫.২৪ শতাংশ, মুন্নু জুট স্ট্যাফলার্সের ৫.১৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪.৭৩ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪.২৪ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রোর ৪.০৮ শতাংশ, লংকাবাংলা ফিন্যান্সের ৩.৯২ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৩.২১ শতাংশ ও ফু-ওয়াং ফুডের ২.৬৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.