আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ ডিসেম্বর ২০১৭, সোমবার |

kidarkar

পিন ছাড়াই টাকা উঠবে এটিএম থেকে!

pinশেয়ারবাজার ডেস্ক: এটিএম থেকে টাকা তোলা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। আবার আপনার কার্ড জালিয়াতি করে টাকাও তুলছে অপরাধিরা। এরকম ঘটনাও অহরহ। আপনাকে বন্ধি করে কার্ড আর পিন জেনে টাকা তুলে নিচ্ছে ছিনতাই কারিরা।

তবে এবার বদলে যাচ্ছে এটিএমের মাধ্যমে টাকা তোলার রীতি৷ এবার এটিএমের মাধ্যমে টাকা তুলতে গেলে লাগবে না কোন পিন নম্বর৷ ভাবছেন সুবিধা হল! আজ্ঞে না৷ ভারতের রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশিকায় যার নামে এমটিএম কার্ড তাকেই টাকা তুলতে হবে৷ অন্যকেউ সেই কার্ড দিয়ে টাকা তুলতে পারবে না৷

অতি সম্প্রতি রিজার্ভ ব্যাংকের তরফে এমনই এক নির্দেশিকা জারি করা হয়েছে৷

নির্দেশিকা পৌছেও গিয়েছে ব্যাংক গুলিতে৷ এটিএম জালিয়াতি রুখতেই ভারতের রিজার্ভ ব্যাংকের এই নয়া পদক্ষেপ বলে জানানো হয়েছে৷ জানা গিয়েছে, নয়া পদ্ধতির এই এটিএম কার্ডে কোন পিন নম্বর লাগবে না৷ বদলে আপনার চোখ দেখেই ডিটেক্ট করে নেবে এটি৷ তাই যার নামে এটিএম শুধুমাত্র সেই টাকা তুলতে পারবেন এই এটিএমের সাহায্যে৷

তবে বাংলাদেশ ব্যাংক এমন কোন চিন্তুাভাবনা করছে কিনা তা এখনও জানা যায়নি। পাশ্ববর্তি দেশের এমন চিন্তার বিস্তার ঘটবে আমাদের দেশেও এমনটাই প্রত্যাশা সকলের। সূত্র: ইন্টারনেট

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.