আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ ডিসেম্বর ২০১৭, সোমবার |

kidarkar

৫০০ কোটি টাকা তুলবে এসআইবিএল

SIBLশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্যোশাল ইসলামী ব্যাংক লি: (এসআইবিএল) বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা তুলতে চায়। আজ অনুষ্ঠিত ব্যাংকটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

ব্যাংক সূত্র জানায়, তৃতীয় মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। বন্ডটি শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট হাউজ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীগণ প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ডটির মুনাফার হার এসআইবিএলের ষান্মাষিক (৬ মাস) মুদারাবা মেয়াদি আমানতের মুনাফার হারের সঙ্গে আরো ২ শতাংশ যোগ হবে।

ইউনিট ধারকগণ ৩ বছর পর টাকা ফেরত চাইলে বন্ডটির মোট আকারের ২০ শতাংশ হারে বাড়তি ফেরত পাবেন।

৪ মাস পরপর মুনাফা তুলতে পারবেন বিনিয়োগকারীরা।

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.