আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ ডিসেম্বর ২০১৭, রবিবার |

kidarkar

নতুন মুখের সন্ধানে পরিচালক সমিতি

BFDCশেয়ারবাজার ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রে বেশ লম্বা সময় ধরেই চলছে নায়ক, নায়িকা আর খল অভিনেতাদের সংকট। যদিও চলচ্চিত্রে কিছু কিছু সময় নতুন মুখের দেখা পাওয়া যায়। কিন্তু, সেই নতুন মুখগুলোও কিছুদিন পরেই হারিয়ে যায়। তেমন কোন ব্যবস্থা নিতে দেখা যায় না শিল্পী সমিতিকে। চলচ্চিত্রের এই শিল্পী সংকট দূর করতে নতুন মুখের সন্ধানে নামছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

নতুন মুখের সন্ধানের বিষয়ে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘দীর্ঘ সময় ধরেই ঢাকাই চালচ্চিত্র শিল্পী সংকটে ভুগছে। এর প্রধান কারণ হচ্ছে নতুন মুখ। আর তাই আবারো আমারা নতুন মুখের সন্ধানে নামছি। আগামী মাসে পরিচালক সমিতির নামছে নতুন মুখের সন্ধানে।’

বদিউল আলম খোকন বলেন, ‘অমিত হাসান, মান্না, দিতি এরা সবাই কিন্তু নতুন মুখের সন্ধানের মাধ্যমেই চলচ্চিত্রে এসেছেন। চলচ্চিত্রে যে একবারি নতুন মুখ দেখা যাচ্ছে না তা কিন্তু বলছি না। নতুন মুখ আসছে কিন্তু, নিজেদের অবস্থান তৈরি করতে পারছেনা। আর চলচ্চিত্রে নতুন মুখ দেখা না যাওয়ার কারণ যদি বলতে হয় তাহলে আমি বলবো যখন একজন হিরো বা হিরোইন মোটা অংকের পারিশ্রমিক নেন তখন প্রডিউসার আর বাড়তি টাকা লগ্নি করতে চান না। যার ফলে আর নতুন নায়ক অথবা নায়িকা আসে না।’

তিনি উদাহরণ টেনে বলেন, ‘মান্না ভাই যখন কাজ করতেন তখন তিনি ছয় লাখ টাকা নিতেন এবং তিনি সব সময় বলতেন যে আরো একজন নায়ক রাখার জন্য। যার ফলে তখন অনেকেই চলচ্চিত্রে এসেছে।’

নতুন মুখের সন্ধান ছাড়াও আরো বেশ কিছু নতুন পদক্ষেপ নিচ্ছে নবগটিত এই কমিটি। যার মাঝে রয়েছে, যে কোন শিল্পী শিডিউল ফাঁসালে তার বিরুদ্ধে জরিমানা।

এদিকে প্রায় ২৮ বছর পর ফের নতুন মুখের সন্ধানে নামতে যাচ্ছে। যদিও এর আগে কয়েকবার বলে ছিলেন পরিচালক সমিতি তারা খুব শিঘ্রই নতুন মুখের সন্ধান করবেন। তবে নানা কারনেই তা আর হয়ে উঠেনি। এবার দেখার বিষয় কতটুকু সফল হন পরিচালক সমিতি।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.