আজ: মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ ডিসেম্বর ২০১৭, সোমবার |

kidarkar

মে মাসের মধ্যে সামিট গাজীপুর-২ বিদ্যুৎ উৎপাদনের নির্দেশ

summit-power-limited_সামিটশেয়ারবাজার রিপোর্ট: দেশের সবচেয়ে বড় ৩০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তেল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ‘সামিট গাজীপুর-২’ এর উৎপাদন আগামী মে ২০১৮ এর মধ্যে শুরু করতে হবে। গত আগস্ট ২০১৭ বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের জন্য সামিটকে অনুমোদন দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

গতকাল রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত কেন্দ্রটির বিদ্যুৎ কেনা-বেচা এবং বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। কেন্দ্র তৈরির অনুমোদনের তারিখ হতে সময় গণনা হবে। আর এ হিসেবে ৯ মাসের মধ্যে কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে।

অনুষ্ঠানে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান বলেন, গাজীপুর কড্ডার প্রকল্প এলাকায় এরইমধ্যে সব কটি ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রপাতি এসে গেছে। নির্ধারিত সময়ের মধ্যেই ৩০০ মেগাওয়াট প্রকল্পটি শেষ হবে।

অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব শেখ ফয়জুল আমিন, পিডিবি’র সচিব মিনা মাসুদুজ্জামান, পিজিসিবির সচিব মো: আশরাফ হোসেন এবং সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড কোম্পানির এমডি মো: মোজাম্মেল হোসেন নিজ নিজ প্রতিস্ঠানের পক্ষে ১৫ বছর মেয়াদি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ফার্নেস অয়েল ভিত্তিক এই কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ৮ টাকা ৩৪ পয়সা।

উল্লেখ্য, বিদ্যুৎকেন্দ্রটিতে সামিট পাওয়ারের মালিকানা ২০ শতাংশ আর সামিট কর্পোরেশনের মালিকানা ৮০ শতাংশ।

 

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.