আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ ডিসেম্বর ২০১৭, শনিবার |

kidarkar

বিজয় দিবসে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

dmp-20171215111351শেয়ারবাজার রিপোর্ট: মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এদিন জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানকালে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া সব যানবাহনকে সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
এক বার্তায় ডিএমপি কমিশনার জানান, বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালীন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নিম্নোক্ত সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হচ্ছে।

প্যারেড স্কয়ার সংলগ্ন যেসব রাস্তা পরিহার করতে হবে সেগুলো হলো-

১। খেজুর বাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণী হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত।

২। শ্যামলী শিশু মেলা ক্রসিং হতে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণী পর্যন্ত।

৩। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।

৪। বিজয় সরণী ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত।

৫। প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ/শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ হতে গণভবন স্কুল ক্রসিং হয়ে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।

আমন্ত্রিত অতিথিরা যেসব নির্দেশনা মেনে চলবেন-

১) বিজয় দিবস কুচকাওয়াজ-২০১৭ এর অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রের সঙ্গে সরবরাহকৃত ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১, সক-২, সম, ম-২, সব-১ ও সব অক্ষরের স্টিকার গাড়ির উইন্ড স্ক্রীনে যথাযথ স্থানে প্রদর্শন করতে হবে।

২) ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১, সক-২ সম, ম-২, সব-১ ও সব অক্ষরের স্টিকারযুক্ত যানবাহনকে বেগম রোকেয়া সরণী হয়ে আমন্ত্রণপত্রের পথ নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে প্যারেড স্কয়ার কুচকাওয়াজ এলাকায় প্রবেশ এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে।

৩) আমন্ত্রিত অতিথিদের যানবাহন চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থান করতে হবে।

এ ছাড়াও একই দিন মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা হতে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে ৪টা হতে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা সাভার স্মৃতিসৌধে গমনাগমন করবেন।

এ উপলক্ষে ঐদিন ভোর সাড়ে ৩টা হতে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িকে গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করতে হবে।

অনুরূপভাবে আরিচা হতে আমিন বাজার হয়ে ঢাকাগামী গাড়ির চালক বা ব্যবহারকারীকে নবীনগর বাজার হতে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করতে হবে। এ ছাড়া টাঙ্গাইল হতে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনকে কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করতে হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.