আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ ডিসেম্বর ২০১৭, সোমবার |

kidarkar

৬ ইস্যুতে দেশবন্ধু পলিমারের সঙ্গে ভারতীয় কোম্পানির সমঝোতা স্বারক স্বাক্ষর

deshbonduশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের দেশবন্ধু পলিমার লি: এর সঙ্গে ভারতীয় কোম্পানি রিফর্ম প্যাকেজিং প্রাইভেট লি: এর সঙ্গে ছয় ইস্যুতে সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় বিষয়টি অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রিফর্ম প্যাকেজিং ভারতের আহমাদেবাদ, গুজরাতে অবস্থিত।

কোম্পানিটি জানায়, এমওইউ’র ফলে ছয় ইস্যুতে ভারতীয় কোম্পানিটি দেশবন্ধু পলিমারকে সহায়তা করবে।

যে ইস্যুগুলোতে দেশবন্ধু সহায়তা পাবে সেগুলো হলো- দেশবন্ধু পলিমারের উৎপাদন বাড়াতে এবং ভবিষ্যৎ কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে রিফর্ম প্যাকেজিং সহায়তা করবে।

দেশবন্ধু পলিমারের পণ্য বাজারজাত করণে রিফর্ম প্যাকেজিং সহায়তা করবে। কোম্পানি পরিচালনায় সর্বোচ্চ দক্ষতা অর্জনে সহায়তা; পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে অংশগ্রহণ; বিনিয়োগ; দুই কোম্পানি যৌথভাবে দেশে বা দেশের বাইরে বিনিয়োগ করার যোগ্যতা রাখবে।

 

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.