আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার |

kidarkar

বিএমবিএর ১১জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ২০১৮-১৯ মেয়াদে কার্যনির্বাহী কমিটির ১১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই সদস্যদের মধ্যে থেকেই সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হবে।

এর আগে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যের জন্য ১৫ নভেম্বর মনোনয়পত্র বিতরণ শুরু হয়। মনোনয়নপত্র দাখিলের জন্য ২২ নভেম্বর সবশেষ সময় ছিল। ওই সময়ে মোট ১২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে আবেদন করেন। পরবর্তীতে জিএসপি ইনভেস্টমেন্টের ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ কামরুজ্জামান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- গ্রিনডেল্টা ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রফিকুল ইসলাম, এমটিবি ক্যাপিটালের সিইও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, এএফসি ক্যাপিটালের সিইও মাহবুব হোসেন মজুমদার, বিএমএসএল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মতিন, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টের সিইও তাহিদ আহমেদ চৌধুরী, লংকাবাংলা ইনভেস্টেমেন্টের পরিচালক মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, মাইডাস ইনভেস্টমেন্টের সিইও মুহাম্মদ হাফিজ উদ্দিন, আইআইডিএফসির সিইও মুহাম্মদ ছালেহ আহমেদ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মো. সোহেল রহমান, সাউথ-ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের সিইও মো. আবু বকর এবং গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মুহাম্মদ আহসান উল্লাহ।

 

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.